Neermahal water Festival : নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দিলেন পুরস্কার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Neermahal water Festival : নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দিলেন পুরস্কার

Share This

 


সোনামুড়া, ০৮ অক্টোবর : নীরমহল রাজ্যের এক আকর্ষনীয় পর্যটন কেন্দ্র। দেশ বিদেশের পর্যটকদের কাছে নীরমহলকে আরও আকর্ষনীয় করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। নীরমহলের অভ্যন্তরে যেসব কক্ষ রয়েছে সেগুলিরও সংস্কার করা হচ্ছে। আজ মেলাঘরের রাজঘাটে ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এ কথা বলেন। মুখ্যমন্ত্রী শ্রী সাহা নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে আজ দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


উল্লেখ্য, গত ৬ অক্টোবর ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের সূচনা হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রুদ্রসাগরে প্রথমবার নৌকাবাইচ উপভোগ করার সুযোগ পেয়ে তাঁর অভিব্যক্তির কথা তুলে ধরে বলেন, দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও নৌকাবাইচ প্রতিযোগিতা এই উৎসবকে আরও প্রাণবন্ত করেছে। নীরমহল জল উৎসবকে আগামী দিনে আরও আকর্ষনীয় করে তুলতে সরকার উদ্যোগ নেবে। তিনি বলেন, রাজন্য আমলের নীরমহলকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতে সরকার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস (দত্ত), বিধায়ক তফাজ্জল হোসেন, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, সমাজসেবী শিবু পাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক কিশোর বর্মণ। উপস্থিত অতিথিগণ অনুষ্ঠানে ৩ দিনব্যাপী উৎসব উপলক্ষে অনুষ্ঠিত মনসামঙ্গল, সাঁতার ও নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।




Dr Manik Saha : ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গঠনে আইনজীবীদেরও দায়িত্ব রয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad