Dr Manik Saha : ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গঠনে আইনজীবীদেরও দায়িত্ব রয়েছে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গঠনে আইনজীবীদেরও দায়িত্ব রয়েছে

Share This


 আগরতলা, ০৭ অক্টোবর : আইনজীবীরা হলেন সমাজে মানুষের অধিকার সুনিশ্চিত করার অন্যতম কারিগর। সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরু দায়িত্ব রয়েছে। শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে প্রথম বারের মত সরকারি আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, রাজ্যের সরকারি আইনজীবীদের অভিজ্ঞতা ও জ্ঞান কোনো অংশে কম নয়। শুধুমাত্র প্রয়োজন তাঁদের অর্জিত অভিজ্ঞতার সঠিক বাস্তবায়ণ। মুখ্যমন্ত্রী বলেন, এই পেশার মাধ্যমে মানুষকে সেবা করার বিরাট সুযোগ রয়েছে। সরকারি আইনজীবীদের নিজেদের মধ্যে মতবিনিময় করে তাদের পেশাকে উন্নত করারও সুযোগ রয়েছে।


মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অনেকটাই উন্নত হয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে মাদক দ্রব্য বাজেয়াপ্তকরণে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গঠনে আইনজীবীদেরও দায়িত্ব রয়েছে। সবার মিলিত প্রচেষ্টাতেই ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, সরকারি আইনজীবীরা পুলিশের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে কাজ করলে অপরাধীদের সাজা পাবার হার আরও বাড়বে। রাজ্য সরকার রাজ্যের আদালতগুলির পরিকাঠামোর উন্নয়নে উদ্যোগ নিয়েছে। এজন্য চলতি অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। 


এর আগে এইখানে ত্রিপুরার বিভিন্ন বার এসোসিয়েশনগুলির সভাপতি ও সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন  শক্তিশালী সমাজ গঠনে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা' গড়া আইনজীবীদের ছাড়া সম্ভব নয়।  আইন দপ্তর আয়োজিত এই মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের সংবিধান রক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আদালতে গিয়ে মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। পাশাপাশি মানুষ যাতে দ্রুততার সাথে মামলার ন্যায় বিচার পায় সেদিকেও আইনজীবীদের দায়িত্ব রয়েছে। কারণ মানুষের অনেক আশা থাকে আইনজীবীদের উপর। মামলার দ্রুত নিষ্পত্তি হলে মানুষেরও স্বস্তি বাড়ে। 


মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভাল। রাজ্যে বিদ্যমান জাতীয় আইনি বিশ্ববিদ্যালয়, আইন কলেজ, বেসরকারী আইন কলেজ প্রভৃতি আইনী প্রতিষ্ঠানগুলির কথাও তিনি তার আলোচনায় তুলে ধরেন। তিনি বলেন, রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে বাজেটেও বেশি বরাদ্দ রেখেছে। এই মতবিনিময় সভায় রাজ্যের বিভিন্ন বার এসোসিয়েশনগুলির উপস্থাপিত পরিকাঠামোসহ আনুষঙ্গিক বিভিন্ন সমস্যাবলি সরকার বিবেচনা করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।


 সভায় স্বাগত বক্তব্য রাখেন আইন সচিব বিশ্বজিৎ পালিত। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন অতিরিক্ত আইন সচিব অসিত দেবনাথ। সভায় রাজ্যের বিভিন্ন বার এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকগণ তাদের মতামত ব্যক্ত করেন এবং এই ধরণের মতবিনিময় সভা আয়োজনের জন্য রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন।




Power Minister of Tripura : ২০৩০ সালের মধ্যে রাজ্যে উৎপাদিত হবে ৫০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad