আগরতলা, ০৫ ডিসেম্বর : মা-বাবাকে দায়ী করে ফেসবুক পোস্টে চিঠি লেখেই, রেল লাইনে আত্মহত্যার চেষ্টা এক সাংবাদিকের । তার নাম পৃথ্বীশ দত্তর, তার বাড়ি বিলোনিয়া পুরসভাধীন বাঁশপাড়া কলোনী এলাকায় । মঙ্গলবার সকাল নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন মনুরমুখ রেল লাইনে সাব্রুম থেকে আগরতলা গামী রেলের নিচে পরে এই আত্মহত্যার চেষ্টা করে পৃথ্বীশ দত্ত, কিন্তু এতে দেহে প্রান থাকলেও, ছিন্ন ভিন্ন হয়ে যায় দুই টি পা। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় রেল লাইনে থেকে আহত অবস্থায় পড়ে থাকা পৃথ্বীশ দত্তকে চিকিৎসার জন্য দ্রুত উদ্ধার করে নিয়ে যায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বাড়ির লোকজন। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতাল স্থানান্তরিত করে দেয় । পরে রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পরে।
মৃত পৃথ্বীশ দত্ত বিলোনিয়া প্রেসক্লাবের একজন সদস্য । একবছর পূর্বেই সাংবাদিকতার কাজ থেকে বিরত রয়েছেন, পারিবারিক ও বিভিন্ন কারণে একেবারে নিজেকে ঘরে মধ্যে একপ্রকার আবদ্ধ করে রেখেছিল বলে খবর । তবে এদিন সকালে আত্মহত্যার চেষ্টার এক ঘণ্টার আগে , ফেসবুকে লিখিত একটি কাগজ পোস্ট করে তার মৃত্যুর জন্য মা-বাবাকে দায়ী করে, যা নিয়ে বিলোনিয়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । এই খবর ছড়িয়ে পড়তেই, বিলোনিয়া হাসপাতালে ছুটে যায় বিলোনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী , ক্লাবের অন্যান্য সদস্য ও আত্মীয় পরিজন বন্ধু-বান্ধবরা, বর্তমানে জিবি হাসপাতালেই মৃতদেহ রয়েছে। বিলোনিয়া থানার পুলিশ সোসাইড নোটটিকে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
MBB College : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীরবিক্রম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন