Lok Sabha Election 2024 : ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৭ দফায় লোকসভা নির্বাচন, রাজ্যে দুই পর্যায়ে ১৯ ও ২৬ এপ্রিল হবে ভোটগ্রহণ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Lok Sabha Election 2024 : ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৭ দফায় লোকসভা নির্বাচন, রাজ্যে দুই পর্যায়ে ১৯ ও ২৬ এপ্রিল হবে ভোটগ্রহণ

Share This

 


আগরতলা, ১৬ মার্চ  : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট শনিবার প্রকাশিত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নতুন দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে জানান, মোট ৭ দফায় এই ভোট নেওয়া হবে। ৫৪৩ টি আসনে চলবে। ভোট আগামী ১৯শে এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণ হবে ১০২টি আসনে। দ্বিতীয় দফায় ২৬শে এপ্রিল ৮৯টি, তৃতীয় দফায় ৭ই মে ৯৪টি, চতুর্থ দফায় ১৩ই মে ৯৬টি আসনে হবে ভোট গ্রহণ। পঞ্চম দফায় ২০শে মে ৪৯টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে। ষষ্ঠ দফায় ২৫শে মে ৫৭টি আসনে এবং সপ্তম তথা চূড়ান্ত দফাতেও ৫৭ টি আসনে আছে ভোট গ্রহণ।  

পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশে ৭ দফায় ভোট নেওয়া হবে বলে, কমিশন সূত্রে খবর। ভোট গণনা ৪ঠা জুন। এ বছরের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই আজ থেকে বলবৎ হয়ে গেলো নির্বাচনী আদর্শ আচরণবিধি। গণতন্ত্রের বৃহত্তম এই উৎসবের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ রূপে প্রস্তুত বলে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।  


মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এবছরের নির্বাচনে মোট ভোটার ৯৭ কোটি। নির্বাচন কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষ ৫০ হাজার।‌ মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটি ১০ লক্ষ। নতুন ভোটারের সংখ্যা ১ কোটি ৮২ লক্ষ। রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৪৮ হাজার। ৮৫ বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। ১০০ বছরের উর্ধ্বে ভোটার আছেন ২ লক্ষ ১৮ হাজার জন‌। ইভিএম থাকবে ৫৫ লক্ষ। কোনওরকম অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী ভোটের কাজে লাগানো যাবে না বলেও তিনি জানান।


ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে রাজ্যে দুই পর্যায়ে আগামী ১৯ এপ্রিল, ২০২৪ (শুক্রবার) ১- ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের এবং আগামী ২৬ এপ্রিল, ২০২৪ (শুক্রবার) ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ভোটগ্রহণ করা হবে। এদিন রাজ্য নির্বাচন দপ্তর থেকে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উসা জেন মগ এক প্রেস রিলিজে জানিয়েছেন, ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২০ মার্চ, ২০২৪ (বুধবার)। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী ২৭ মার্চ, ২০২৪ (বুধবার)। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে আগামী ২৮ মার্চ, ২০২৪ (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী ৩০ মার্চ, ২০২৪ (শনিবার)। ভোট গণনা করা হবে ৪ জুন, ২০২৪ (মঙ্গলবার)।


২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২৮ মার্চ, ২০২৪ (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী ৪ এপ্রিল, ২০২৪ (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে আগামী ৫ এপ্রিল, ২০২৪ (শুক্রবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী ৮ এপ্রিল, ২০২৪ (সোমবার)। ভোট গণনা করা হবে ৪ জুন, ২০২৪ (মঙ্গলবার)। দুটি সংসদীয় নির্বাচনী ক্ষেত্রেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে ৬ জুন, ২০২৪ (বৃহস্পতিবার)-এর আগে।


লোকসভার সাধারণ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর শনিবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভোটার তালিকা সম্পর্কিত বিভিন্ন তথ্য, আদর্শ নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়। তাছাড়াও ৭-রামনগর বিধানসভা আসনের উপনির্বাচন নিয়েও বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠকে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উসা জেন মগ, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, উপমুখ্য নির্বাচন আধিকারিক সুমন বণিক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এস বন্দ্যোপাধ্যায় এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।




Lok Sabha Election 2024 : আগামীকাল ঘোষিত হবে ২০২৪-এর সাধারণ নির্বাচনের দিনক্ষণ, নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad