নতুন দিল্লি, ১৭ মার্চ : লোকসভা এবং চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণ বিধির কার্যকর রূপায়ণের নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। ক্যাবিনেট সচিব, সব রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে পাঠানো এক চিঠিতে কমিশন,ভোট গ্রহণ এর দিনক্ষণ ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে সরকারি সম্পত্তিতে লাগানো পোস্টার, দেওয়ার লিখন ইত্যাদি মুছে ফেলার বা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনের এই চিঠিতে আরো বলা হয়েছে যে রেল স্টেশন, বাস স্ট্যান্ড এর মতো সাধারণের সম্পত্তি এবং জায়গা থেকে দেয়াল লিখন, পোস্টার, হোর্ডিং, ব্যানার ও ফ্ল্যাগে অনুমোদিত নয় এমন রাজনৈতিক বিজ্ঞাপন, ভোটের নির্ঘণ্ট ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। নির্বাচন ঘোষণার ৭২ ঘন্টার মধ্যে অসরকারি সম্পত্তিতে লাগানো সব রকমের অননুমোদিত রাজনৈতিক বিজ্ঞাপন সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
কিছু ব্যতিক্রম ছাড়া কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা নির্বাচনের সঙ্গে যুক্ত যেকোনো ব্যক্তির সরকারি যানবাহন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকছে বলে কমিশন জানিয়েছে। এক্ষেত্রে ছাড় থাকছে নির্বাচনের কাজে সরকারি দায়িত্ব পালন করছেন এমন আধিকারিকদের ক্ষেত্রে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে,বৈদ্যুতিন বা মুদ্রণ মাধ্যমে জনগণের টাকায় সরকারি কাজকর্মের সাফল্য তুলে ধরে কোনো বিজ্ঞাপন দেওয়া চলবে না।
এদিকে ভারতের নির্বাচন কমিশন এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, অরুনাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ৪ঠা জুনের পরিবর্তে ২রা জুন’এ পরিবর্তন ঘোষণা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন