Lok Sabha Election 2024 : আগামীকাল ঘোষিত হবে ২০২৪-এর সাধারণ নির্বাচনের দিনক্ষণ, নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Lok Sabha Election 2024 : আগামীকাল ঘোষিত হবে ২০২৪-এর সাধারণ নির্বাচনের দিনক্ষণ, নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক

Share This


 নতুন দিল্লি, ১৫ মার্চ : ২০২৪-এর সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হবে আগামীকাল। ভারতের নির্বাচন কমিশনের তরফে এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে।  বেলা ৩ টের সময় নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হবে। একইসঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও ওড়িষায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ’ও ঘোষণা হতে চলেছে। 


এদিকে নির্বাচন কমিশনার নিয়োগের নতুন আইনে এখনি স্থগিতাদেশ দেওয়া হবে না বলে আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে। কমিশনার নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়েছে।   এ’সংক্রান্ত একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত এখনি স্থগিতাদেশ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। ২১শে মার্চ মামলার পরবর্তী শুনানি।


পরে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক জ্ঞানেশ কুমার এবং সুকবীর সিং সান্ধু নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন। আইন এবং বিচার মন্ত্রক এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অনুপ চন্দ্র পান্ডে অবসর গ্রহণের পর এবং অরুণ গোয়েল পদে ইস্তাফা দেওয়ায় নির্বাচন কমিশনারের দুটি পদ শূন্য হয়ে পড়ে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad