Road Accidentin : দুর্ঘটনার কবলে TIT'র বাস, আহত ১১ ছাত্রছাত্রী, গুরুতর ৩ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accidentin : দুর্ঘটনার কবলে TIT'র বাস, আহত ১১ ছাত্রছাত্রী, গুরুতর ৩

Share This


আগরতলা, ১৪ মার্চ : বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলার লিচুবাগান এলাকায় মারাত্মক দুর্ঘটনার কবলে টি আই টির ১ নম্বর বাস। আহত হলেন ১১ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে চালক সহ  ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  আহতদের স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। সেখানে সকলের চিকিৎসা চলছে। কলেজ বাসটির অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা বলে খবর।


জানা গেছে কলেজ ছুটির পর ছাত্র-ছাত্রীদের বাড়িতে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে টিআইটির TR 01 F 2964 নম্বর বাসটি ভিআইপি রোড ধরে যাচ্ছিল। এতে প্রায় ৩৫ জনের মত ছাত্র-ছাত্রী ছিল বলে খবর। গাড়িতে থাকা ছাত্র ছাত্রীদের বক্তব্য অনুযায়ী চালক অত্যন্ত দ্রুতগতিতে ছুটতে থাকেন । এক সময় হাইকোর্ট সংলগ্ন এলাকায় পৌছতেই সামনে থাকা একটি ট্রিপার গাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতেই এই মারাত্মক দুর্ঘটনা।


শহরের ব্যস্ততম সড়কে মারাত্মক দুর্ঘটনার খবর পেয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই দুর্ঘটনার বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেন, "আজ একটি পথ দূর্ঘটনায় নরসিংগড় স্থিত টি.আই.টি -এর কিছু শিক্ষার্থী ও চালক গুরুতর আহত হয়। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ও সকলকে আবারো সতর্কতা অবলম্বন করে যানবাহন চলাচল করতে আহ্বান রাখছি।"




Tourism & Cultural Promotion Hub : রাজ্য তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ে হলো ট্যুরিজম এন্ড কালচার‍্যাল প্রমোশন হাব-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad