ঢাকা, ০৬ আগস্ট : জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বাংলাদেশের বর্তমান অবস্থায় বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং দেশে ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের’ ওপর গুরুত্ব আরোপ করেছেন। একই সাথে বিক্ষোভের সময় ব্যাপক প্রাণহানিরও নিন্দা জানিয়েছেন। তিনি শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা সম্পর্কে সেনাপ্রধানের ঘোষণাসহ দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তবে জাতিসংঘের মহাসচিব শেখ হাসিনার পদত্যাগের পর লুটতরাজ ভাঙচুর অগ্নিকাণ্ড ও ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্যোগ প্রকাশ করে বাংলাদেশের জনগণকে মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি সব ধরনের সহিংসতার বিষয়ে পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
এদিকে দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজধানী ঢাকার ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেওয়া হয়েছে।
একই সঙ্গে নিরাপত্তা বাহিনীটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে।
অপরদিকে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি থেকে অব্যাহতি দেয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
Bangladesh News : পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা, বিজয় উল্লাস কোটা আন্দোলনকারীদের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন