Paris Olympics 2024 : মহিলাদের কুস্তিতে অযোগ্য ঘোষণা করা হলো ভিনেশ ফোগাতকে, তীব্র প্রতিক্রিয়া ভারতে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Paris Olympics 2024 : মহিলাদের কুস্তিতে অযোগ্য ঘোষণা করা হলো ভিনেশ ফোগাতকে, তীব্র প্রতিক্রিয়া ভারতে

Share This


 নতুন দিল্লি, ০৭ আগস্ট : প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তিতে ভিনেশ ফোগাতকে অযোগ্য ঘোষণা করা হয়েছে । এই নিয়ে ভারতের ক্রীড়া মহলে শুরু হয়েছে জোর তরজা। ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে ফাইনালে উঠলেও ওজন বেশি থাকার কারণ দেখিয়ে ভিনেশ কে ‘অযোগ্য’ বলে ঘোষণা করেছে অলিম্পিক কমিটি। ফ্রি স্টাইল কুস্তিতে নির্ধারিত ৫০ কেজি থেকে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশী ছিল বলে জানা গেছে। ফাইনালে আজ’ই মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিল্ডেব্রান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ভিনেশের।এদিকে, শরীরে জলের ঘাটতির কারণে অসুস্থ হয়ে পড়ায় ভিনেশ ফোগটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সারা রাত ওজন কমানোর জন্য পরিশ্রম করেছিলেন তিনি।


ভিনেশ ফোগট অলিম্পিক প্রতিযোগিতায় ‘অযোগ্য’ ঘোষিত হওয়ার পর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, ভিনেশ চ্যাম্পিয়ানদের মধ্যে চ্যাম্পিয়ান। তাঁকে নিয়ে প্রতিটি দেশবাসী গর্বিত। তিনি সকলের কাছে অনুপ্রেরণা। আগামী দিনে চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষমতা ভিনেশের রয়েছে বলেও, প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেছেন।


অপরদিকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন-আইওএ-র সভাপতি পিটি ঊষা জানিয়েছেন, কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া,  ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। ফোগাতকে সরকার সব ধরনের সহযোগিতা করছে। প্যারিস অলিম্পিকে ভারতের চিফ মেডিক্যাল অফিসার ডাঃ দিনশ পারদিওয়ালা জানিয়েছেন, ওজন কমানোর স্বাভাবিক প্রক্রিয়া শুরু করার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছিল।




Bangladesh News : সকলকে শান্ত ও সংযত থাকার আহ্বান রাখলেন জাতিসংঘের মহাসচিব, দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্ব আনসার বাহিনীর হাতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad