Buddhadeb Bhattacharjee : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Buddhadeb Bhattacharjee : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Share This

 


কোলকাতা, ০৮ আগস্ট : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। দরিদ্র, শোষিত মানুষের পাশে তিনি অতন্দ্রপ্রহরী ছিলেন বলে অনুরাগীদের দাবি।


বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ আজ বেলা সাড়ে ১২-টা পর্যন্ত বাড়িতেই রাখা থাকে। দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। মরদেহ এদিন সংরক্ষিত থাকবে বলে দলের সি পি আই এম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন।


১৯৪৪ সালের পয়লা মার্চ উত্তর কলকাতায় তাঁর জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেববাবুর স্কুল শিক্ষা শুরু হয় শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে স্নাতক হন । দমদমের আদর্শ শঙ্খ বিদ্যামন্দিরে শিক্ষকতার কাজ শুরু করেন। ১৯৬৬-তে সি পি আই এম-এর প্রাথমিক সদস্য পদ নিয়ে খাদ্য আন্দোলনে যোগদান করেন। ১৯৮১ সাল পর্যন্ত দলের যুব শাখা, ডিওয়াইএফ‌আই-এর সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৭৭ সালে প্রথম  তিনি কাশ্মীপুর – বেলগাছিয়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। প্রথম বাম মন্ত্রীসভায় ১৯৮২ সাল পর্যন্ত তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ছিলেন তিনি। ৮২-র বিধানসভা নির্বাচনে খুব কম ব্যবধানে ওই কেন্দ্র থেকেই পরাজিত হলেও ৮৭ সালে যাদবপুর কেন্দ্রে জিতে পুনরায় বিধায়ক নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত তিনি এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন। ৮৭-তেই তিনি আবারও তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রীর দায়িত্বভার পালনের সঙ্গে সঙ্গে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরেরও দায়িত্ব সামলেছেন।


২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যে ৩৪ বছরের বাম জমানার দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ছিলেন পলিটব্যুরোরও সদস্য। তাঁর প্রয়াণে দেশে কমিউনিস্ট আন্দোলনে বিরাট ক্ষতি হলো বলে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোঃ সেলিম শোকবার্তায় জানিয়েছেন। শোক ব্যাপ্ত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তাঁর পরিবার-পরিজন, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করি।" 



Paris Olympics 2024 : মহিলাদের কুস্তিতে অযোগ্য ঘোষণা করা হলো ভিনেশ ফোগাতকে, তীব্র প্রতিক্রিয়া ভারতে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad