নতুন দিল্লি, ০৯ আগস্ট : প্যারিস অলিম্পিক্স এর সমাপ্তি অনুষ্ঠানে মনু ভাকেরের সঙ্গে পি আর শ্রীজেশ ভারতের পতাকা বাহক থাকবেন। শ্যুটিং এ দুটি ব্রোঞ্জ পদক জয়ী মনু ভাকেরের নাম আগেই ঘোষণা করেছিল ভারতীয় অলিম্পিক এসোসিয়েশন। আই ও এ-র প্রধান পি টি ঊষা জানিয়েছেন পতাকা বহনের জন্য এবারের গেমসে জাভেলিনে রৌপ্য পদক জয়ী নীরজ চোপড়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল। নীরজ, শ্রীজেশের নাম সুপারিশ করেন। গত বছর এশিয়ান গেমসে সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহক ছিলেন শ্রীজেশ। রবিবার প্যারিস অলিম্পিক্স শেষ হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক জয়ী নীরজ চোপড়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন। শারীরিক আঘাতের সঙ্গে মোকাবেলা করে অসামান্য পারফরমেন্স দেখানোর জন্য তাঁকে প্রধানমন্ত্রী বিশেষভাবে অভিনন্দন জানান। উল্লেখ্য নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে রৌপ্য পদক জয় করলেন। চলতি সিজনে এটাই ছিল তাঁর সেরা থ্রো।
Buddhadeb Bhattacharjee : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন