আগরতলা, ২৯ সেপ্টেম্বর : আর লেখনি ধরবেন না সাহিত্যের জন্য, জুনিয়র পুলিশ আধিকারিকদের দেবেন না কোন গুরুত্বপূর্ণ টিপস। মাত্র ৬২ বছর বয়সেই থমকে গেলেন রাজ্যের শিল্পী সাহিত্যিক পুলিশ আধিকারিকদের প্রিয়জন অরিন্দম নাথ। অসংখ্য গুণমুদ্ধের অশ্রু জলে বিদায় নিলেন রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত আইজি ও রাজ্যের বিশিষ্ট লেখক, কথা সাহিত্যিক অরিন্দম নাথ। রবিবার তাঁর মরদেহ বেঙ্গালুরু থেকে থেকে আগরতলায় আনা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজ্য পুলিশের পদস্থ পুলিশ আধিকারিকরা।
সদা হাস্যজ্জল কথাসাহিত্যিককে অন্তিম বিদায় জানাতে শত শত কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই প্রয়াত অরিন্দম নাথের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রত্যেকেই তাঁর অকাল প্রয়ানে অপরনীয় ক্ষতি বলে অভিমত ব্যক্ত করেছেন। পুলিশ অধিকারিকরা বলেন অরিন্দম নাথের মতো এ রাজ্যে পুলিশ অফিসার খুব কম রয়েছে। দক্ষ সৎ এবং সাহসিকতার আরেক নাম অরিন্দম নাথ ছিলেন বলে জানান তারা।
প্রসঙ্গত শনিবার বেঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬২ বছর। অরিন্দম নাথের অকাল প্রয়াণে গোটা রাজ্যে শোকের ছায়া নেমে আসে। গতকাল প্রয়াত হয়েছিলেন প্রাক্তন আইজি তথা আইপিএস অরিন্দম নাথ। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব। মাফিয়া দমন, উগ্রপন্থী দমন সহ রাজ্য পুলিশের জন্য তিনি ছিলেন কর্মবীর এবং সৎ ব্যাক্তি। এসপি (ট্রাফিক) এবং এসপি (স্পেশাল ব্রাঞ্চ) এর দায়িত্বে থাকাকালীন তিনি বিশেষভাবে দক্ষতার পরিচয় রাখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন