Writer Arindam Nath Passway : প্রয়াত হলেন কথা সাহিত্যিক তথা পুলিশ অফিসার অরিন্দম নাথ, গভীর সমবেদনা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Writer Arindam Nath Passway : প্রয়াত হলেন কথা সাহিত্যিক তথা পুলিশ অফিসার অরিন্দম নাথ, গভীর সমবেদনা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ২৮ সেপ্টেম্বর : বেশ কয়েকদিন রোগভোগের পর, শনিবার সকাল দশটা নাগাদ বহিঃ রাজ্যের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের বৈশিষ্ট কথা সাহিত্যিক তথা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অরিন্দম নাথ। তাঁর আকস্মিক মৃত্যুর সংবাদ রাজ্যে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে শিল্প-সংস্কৃতি সহ বিদায়ী কর্মক্ষেত্রের গুনগ্রাহীদের মধ্যে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।


রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার অরিন্দম নাথের প্রয়াণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, 'প্রয়াত অরিন্দম নাথ দীর্ঘদিন রাজ্যে পুলিশ প্রশাসনে দক্ষতার সাথে কাজ করেছেন। পাশাপাশি সাহিত্য চর্চাতেও উনার পরিচিতি ছিল। তার প্রয়াণে রাজ্য একজন গুণী ব্যক্তিত্বকে হারাল'। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী প্রয়াত অরিন্দম নাথের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।





Cabinet Decision : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১,২৬৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, দুর্গাপূজা উপলক্ষে রেশনে দেয়া হবে চিনি-সুজি-ময়দা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad