Teachers Day : টাউনহলে উদযাপিত হলো রাজ্যভিত্তিক শিক্ষক দিবস, "শিক্ষক সম্মাননা-২০২৪" পেলেন ৩৪ জন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Teachers Day : টাউনহলে উদযাপিত হলো রাজ্যভিত্তিক শিক্ষক দিবস, "শিক্ষক সম্মাননা-২০২৪" পেলেন ৩৪ জন

Share This


 আগরতলা, ০৫ সেপ্টেম্বর : বৃহস্পতিবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ৬৩তম শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আগরতলার টাউনহলে রাজ্যভিত্তিক শিক্ষক দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। অনুষ্ঠানের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, একজন শিক্ষককে অনেক কঠিন ও গুরুদায়িত্ব পালন করতে হয়। একজন আদর্শ শিক্ষক ছাড়া কোনও ব্যক্তি তার জীবন গঠন করতে পারে না। 


অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সর্বপল্লী ড. রাধাকৃষ্ণানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন, তাঁর মতো একজন মহান ব্যক্তির জীবন ও আদর্শকে পাথেয় করে আমাদের শিক্ষক সমাজকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার।


 অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ড. হরেকৃষ্ণ আচার্যকে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, বিশিষ্ট সমাজসেবী দীপক ভট্টাচার্যকে মহারাণী তুলসীবতী সম্মান এবং শিক্ষাবিদ বন্দনা চৌধুরী বর্মণকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান ২০২৪ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও রাজ্যের ৩৪ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা ২০২৪ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিগণ তাদের হাতে এই পুরস্কার তুলে দেন। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা রত্নজিৎ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রকাশিত 'শিক্ষা সমাচার' স্মরণিকার আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা ও অন্যান্য অতিথিগণ। তাছাড়াও অনুষ্ঠানে বর্ষসেরা মহাবিদ্যালয়ের সম্মাননা দেওয়া হয় আগরতলা মহিলা মহাবিদ্যালয় ও টিটিএএডিসির খুমুলুঙস্থিত পলিটেকনিক মহাবিদ্যালয়কে।


রাজ্যভিত্তিক শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে রাজ্যের ১৪টি বিদ্যালয়কেও শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়। মিশন ৫৫৫ রূপায়ণের জন্য জেলাভিত্তিক শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয় ৮টি বিদ্যালয়কে। মিশন ৫৫৫ কর্মসূচিতে সবুজ বনায়ন সৃষ্টি করা হয়। পুরস্কৃত বিদ্যালয়গুলির মধ্যে রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার শামিলিতা উচ্চবিদ্যালয়, গোমতী জেলার খুপিলং উচ্চবিদ্যালয়, দক্ষিণ ত্রিপুরা জেলার হরিসাধন আরপি উচ্চবিদ্যালয়, সিপাহীজলা জেলার রতনপুর উচ্চবিদ্যালয়, উত্তর ত্রিপুরা জেলার বড়ুয়াকান্দি কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ধলাই জেলার উত্তর নালীছড়া উচ্চবিদ্যালয়, খোয়াই জেলার আশারামবাড়ি উচ্চবিদ্যালয় এবং ঊনকোটি জেলার দুধপুর উচ্চবিদ্যালয়।




Signing Agreement : ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং এনএলএফটি ও এটিটিএফ-এর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad