নতুন দিল্লি, ০৮ অক্টোবর : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরপর তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে যাচ্ছে হরিয়ানায়। আর দশ বছর পর বিধানসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয় হরিয়ানার ৯০ আসনের এবং জম্মু ও কাশ্মীরের ৯০ আসনের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচনী আধিকারিকরা জানান, গণনা প্রক্রিয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা-সহ সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। হরিয়ানার ২২টি জেলায় ৯৩টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়। জম্মু ও কাশ্মীরের ভোট গণনার জন্য স্থাপন করা হয় ২০টি গণনা কেন্দ্র। শেষ পর্যন্ত হরিয়ানায় জয়ের হ্যাটট্রিক করল বিজেপি। আর জম্মু ও কাশ্মীরে সরকার গড়ছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স।
জম্মু-কাশ্মীরের ৯০টি বিধানসভা আসনেরই ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে যায় ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। সন্ধ্যে নাগাদ ন্যাশনাল কনফারেন্স এগিয়ে ৩৯ আসনে, কংগ্রেস ৮ আসনে, বিজেপি এগিয়ে আছে ২৮ আসনে। মেহবুবা মুফতির পিডিপি ৩ আসনে। এছাড়া, জেপিসি ২টি আসনে এবং সিপিআই(এম) ও ডিপিএপি ১টি করে আসনে এগিয়ে রয়েছে। ৮ আসনে এগিয়ে যায় নির্দল প্রার্থীরা।
প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ৩৭০ এবং ৩৫ (এ) ধারা অপসারণের পরে জম্মু ও কাশ্মীরে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং উচ্চ ভোটদানের সাক্ষী হয়েছে, যা গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাসকে প্রমাণ করে।
এদিকে ভোটগণনার শেষে দেখা যায়, হরিয়ানায় ৪৮টি আসন জিতে সরকার গড়ছে বিজেপি। ২০১৪ সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা। বিজেপির জয়ের পর হরিয়ানার মানুষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে গণনার প্রথম পর্বে অনেকটা এগিয়ে ছিল কংগ্রেস। সহজ জয় আসছে ধরে, উদযাপন শুরু করেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। কিন্তু, বেলা বাড়তেই পাল্টে গিয়েছে ছবিটা। এখন তৃতীয়বারের মতো সরকার গড়ার জন্য এগিয়ে বিজেপি। নির্কাবাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ৪৯টি আসনে হয় জিতেছে নয়তো এগিয়ে রয়েছে বিজেপি। তাই এবার বাদশাপুরের বিজেপি প্রার্থী, রাও নরবীরের কার্যালয়ের বাইরে উদযাপন শুরু করলেন বিজেপি সমর্থকরা।
অপরদিকে নির্বাচন কমিশন, ওয়েবসাইটে হরিয়ানায় নির্বাচনের ফলাফল আপডেট করতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। পরে কংগ্রেসের করা এই অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। কংগ্রেস নেতা জয়রাম রমেশকে লেখা এক চিঠিতে কমিশন জানিয়েছে, জম্মু-কাশ্মীর এবং হরিয়ানায় প্রার্থী, অবসার্ভার এবং মাইক্রো অবসার্ভারের উপস্থিতিতে ভোটগণনা চলে। সেই হিসেবেই ওয়েবসাইটে তথ্য আপডেট করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন