Wildlife Conservation : রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনে বনমন্ত্রী, বন্যপ্রাণী সংরক্ষণের দিকে বিশেষ নজর দিয়েছে সরকার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Wildlife Conservation : রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনে বনমন্ত্রী, বন্যপ্রাণী সংরক্ষণের দিকে বিশেষ নজর দিয়েছে সরকার

Share This


 খোয়াই, ০৭ অক্টোবর : পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ করা খুবই জরুরী। এই বিষয়টির দিকে লক্ষ্য রেখে রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণের দিকে বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে। সোমবার খোয়াই মহকুমার অন্তর্গত বেহালাবাড়ি ভিলেজে রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন। তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে। রাজ্যের একটা বিশাল অংশ জুড়ে বনাঞ্চল রয়েছে। এই বনাঞ্চলকে রক্ষা করার পাশাপাশি বনাঞ্চলে থাকা প্রাণীকুলকেও রক্ষা করার দিকে সবাইকে নজর দিতে হবে। মুঙ্গিয়াকামীতে ৫টি এলিফেন্ট ওয়াচটাওয়ার গড়ে তোলার জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে।


এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মাও বন্যপ্রাণী সংরক্ষণের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুখ্য বনসংরক্ষক আর কে শ্যামল। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, এডিসি'র কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা, খোয়াই জোনালের চেয়ারম্যান বিষু দেববর্মা, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে প্রমুখ।


অনুষ্ঠান উপলক্ষে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং অন্যান্য অতিথিগণ বেহালাবাড়ি বাজার সংলগ্ন মাঠে বৃক্ষরোপন করেন। অনুষ্ঠানে বন্যপ্রাণী সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান মঞ্চে ওপেন ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানস্থলে ১০টি স্বসহায়ক দলের পক্ষ থেকে প্রদর্শনী মন্ডপ খোলা হয়।





Mumbai Chembur Fire : মুম্বাইয়ে ভোররাতে আগুনে পুড়ে এক পরিবারের ৭ জনের মৃত্যু 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad