নতুন দিল্লি, ০৬ অক্টোবর : মুম্বাইয়ের চেম্বুর এলাকায় আজ ভোরে আগুনে পুড়ে এক পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। দোতলা একটি বাড়ির একতলায় শর্ট সার্কিটের ফলে আগুন লাগলে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইয়ের চেম্বুরের অগ্নিকান্ডে মৃতদের প্রত্যেকের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছেন। আজ দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান এবং এই ঘটনায় শোক ব্যক্ত করেন। অগ্নিকান্ডে আহত আরও দুজনকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন