Cabinet Decision : রাজ্য সরকারের তিন দপ্তরে নিয়োগ করা হবে ২৫৩ জন, পুলিশ ও টিএসআর জওয়ানদের স্বার্থে একাধিক ঘোষণা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cabinet Decision : রাজ্য সরকারের তিন দপ্তরে নিয়োগ করা হবে ২৫৩ জন, পুলিশ ও টিএসআর জওয়ানদের স্বার্থে একাধিক ঘোষণা

Share This

 


আগরতলা, ১৯ নভেম্বর : রাজ্য সরকারের তিনটি দপ্তরে  ২৫৩ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ১২৫ জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ৭৫ জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্য দপ্তরের অধীনে ৫৩ জন ফিসারি অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়।


সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশের বাৎসরিক ড্রেস অ্যালাউন্স ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার ৫০০ টাকা করা হয়েছে। রাজ্য পুলিশের মাসিক রেশন মানিও ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে টিএসআর জওয়ানদের বাৎসরিক ড্রেস অ্যালাউন্স ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তাছাড়া টিএসআর জওয়ানদের মাসিক রেশন মানি ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। 


খাদ্যমন্ত্রী জানান, দিপাবলীর পূর্বে টিএসআর জওয়ানদের রেশন মানি ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা এবং টিএসআর জওয়ানদের বাৎসরিক ড্রেস অ্যালাউন্স ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার কথা ঘোষণা করা হয়েছিল। আজকের মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হয়। খাদ্যমন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে টিএসআর এবং পুলিশ মিলিয়ে মোট ২১ হাজার ৭৯৪ জন জওয়ান রয়েছেন।






Khelo Tripura : ৩ ডিসেম্বর দিব্যাঙ্গজন দিবসে আয়োজিত হবে জেলাভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad