Suprime Court of India : সরকারি প্রশাসনিক ব্যবস্থা বিচার ব্যবস্থার কাজ করতে পারবে না - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Suprime Court of India : সরকারি প্রশাসনিক ব্যবস্থা বিচার ব্যবস্থার কাজ করতে পারবে না

Share This


 নতুন দিল্লি, ১৩ নভেম্বর : প্রশাসন, বিচার ব্যবস্থার কাজ করতে পারে না বলে সুপ্রীম কোর্ট মত প্রকাশ করেছে। অভিযুক্তদের সম্পত্তি নষ্ট করা প্রসঙ্গে এই রায় দিয়েছে আদালত। বুলডোজার দিয়ে, অভিযুক্তদের সম্পত্তি ভেঙে দেওয়া নিয়ে একাধিক আবেদনের প্রসঙ্গে সর্বোচ্চ আদালত আজ জানিয়েছে, বিনা অনুমতিতে কর্তৃপক্ষ এই কাজ করতে পারে না। 


সর্বোচ্চ আদালতের বক্তব্য আইনের শাসন হলো গণতান্ত্রিক সরকারের ভিত্তি। প্রশাসনের এই কাজ, ক্ষমতার পৃথকীকরণের নীতিকে খর্ব করে।দুই সদস্যের বেঞ্চ সারা ভারতের জন্য বেআইনি সম্পত্তি ধ্বংসের বিষয়ে একটি নির্দেশিকা জারী করেছে। শীর্ষ আদালত বলেছে, কারণ দর্শানোর আগাম নোটিশ ছাড়া কোনো সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া যাবে না। অভিযুক্তকে তার বক্তব্য পেশ করার জন্য ব্যক্তিগত ভাবে, শুনানির সুযোগ দিতে হবে এবং তা রেকর্ড করে রাখতে হবে। নির্দেশিকায়, সম্পত্তি ভাঙার প্রক্রিয়াকে, রেকর্ড ও সংরক্ষণ করে তা জেলা শাসককে প্রদানের কথা বলা হয়েছে। একই সঙ্গে, তা ডিজিটাল পোর্টালে তোলার আদেশ ও দেওয়া হয়েছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad