Tibet Earthquake : সাতসকালে নেপাল-তিব্বত সীমান্ত প্রবল ভূমিকম্প, ৯০ জনের মৃত্যু ও আহত ১৩০ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tibet Earthquake : সাতসকালে নেপাল-তিব্বত সীমান্ত প্রবল ভূমিকম্প, ৯০ জনের মৃত্যু ও আহত ১৩০

Share This


 নতুন দিল্লি, ৭ জানুয়ারি : নেপাল – তিব্বত সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার তীব্রভূকম্পনে এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আরও ১৩০ জন। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী কম্পনের কেন্দ্র ছিল লাবুচেরের ৯৩ কিলোমিটার উত্তর পূর্বে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের হিসেবে রিখটার স্কেলে ৭.১ মাত্রায় কেঁপে উঠেছে নেপাল-তিব্বত সীমান্ত। যদিও চিনের তরফে দাবি ভূমিকম্পের মাত্রা ৬.৮। জানা গেছে সমগ্ৰ তিব্বত উপত্যকায়কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে বাড়ি ঘর কেঁপে উঠলে বাসিন্দাদের  ঘুম ভেঙে যায়। আতঙ্কে মানুষজনকে ঘরবাড়িছেড়ে বেরিয়ে আসতেও দেখা যায় ।


ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনূভূত হয়। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। এই কম্পনের প্রভাব পড়ে দিল্লি, বিহার-সহ উত্তর ভারতের বিরাট অংশে। আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বহু মানুষ। সবমিলিয়ে মঙ্গলবার সকালে মাত্র এক ঘণ্টার মধ্যে ৬ বার কম্পন অনূভূত হয় নেপাল-তিব্বত সীমান্তে। আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়েছে দুই দেশের বিশাল এলাকা। ভেঙে গুঁড়িয়ে গিয়েছে বাড়ি। ভাইরাল হয়েছে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া শিগতাসে শহরের ভিডিও।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad