Agartala Book Fair : দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের সঙ্গে বইমেলা পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Agartala Book Fair : দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের সঙ্গে বইমেলা পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী

Share This


 আগরতলা, ৮ জানুয়ারি : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় আগরতলা দিব্যাঙ্গজন হোমের আবাসিকদের নিয়ে আজ আগরতলা বইমেলা পরিদর্শন করেন। বইমেলা প্রাঙ্গণে তিনি দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময়ও করেন। তাদের বইমেলা ঘুরে দেখতে এবং পছন্দমতো বই কেনার পরামর্শ দেন। পরিদর্শনের সময় সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায়ের সাথে ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, যুগ্ম অধিকর্তা ড. চন্দ্রানী বিশ্বাস ও দপ্তরের অন্যান্য আধিকারিকগণ এবং বিভিন্ন হোমের শিক্ষক শিক্ষিকাগণ। পশ্চিম জেলার ৬টি দিব্যাঙ্গজন হোমের ১৬৯ জন দিব্যাঙ্গজন ছাত্রছাত্রী আজ বইমেলা পরিদর্শন করে।


বইমেলা পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের মধ্যে ফল, বিভিন্ন খাদ্য সামগ্রী ও পুস্তক বিতরণ করেন। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় দিব্যাঙ্গজনদের বইমেলায় নিয়ে আসার জন্য শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, আবাসিকদের আত্মনির্ভর করার লক্ষ্যে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে। সেখানে আবাসিকদের কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশোনা করে আত্মনির্ভর হওয়ার পরামর্শ দেন।




Tibet Earthquake : সাতসকালে নেপাল-তিব্বত সীমান্ত প্রবল ভূমিকম্প, ৯০ জনের মৃত্যু ও আহত ১৩০


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad