আগরতলা, ২৬ নভেম্বর : সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২০ পুরস্কারে ভূষিত হয়েছেন রাজ্যের প্রখ্যাত শিল্পী তথা অবসরপ্রাপ্ত শিক্ষিকা তরুবালা দেববর্মা। তিনি ফোক মিউজিক ও ড্যান্সে এই পুরস্কার পেয়েছেন। এছাড়াও ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার ২০২০ পেয়েছেন তাপসী দেববর্মা, তিনি ফোক মিউজিকে এই পুরস্কার পেয়েছেন। এছাড়াও ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার ২০২১ পেয়েছেন লিটন দাস। তিনি পাপেট মেকিং-এ এই পুরস্কার পেয়েছেন। এছাড়াও আজাদি কা অমৃত মহোৎসব স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন রাজ্যের বিশিষ্ট তবলাশিল্পী গোপাল চন্দ্র বিশ্বাস (২০২২)। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, শিল্প সংস্কৃতিতে এগিয়ে চলেছে রাজ্য। এই রাজ্যের শিল্পীরা বিভিন্ন দিকে এগিয়ে চলেছেন। এর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে তিনি চারজন শিল্পীর একসাথে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করেন। তিনি পুরস্কার প্রাপক সকলকে ভারতীয় জনতা পার্টি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।
Road Accident : সিপাহীজলা অভয়ারণ্য এলাকায় গভীর খাদে ওয়াগনার, আহত ৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন