Road Accident : সিপাহীজলা অভয়ারণ্য এলাকায় গভীর খাদে ওয়াগনার, আহত ৫ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : সিপাহীজলা অভয়ারণ্য এলাকায় গভীর খাদে ওয়াগনার, আহত ৫

Share This

 


বিশালগড়, ২৬ নভেম্বর :  শনিবার  বিশালগড় থানাধীন সিপাহীজলা অভয়ারণ্য এলাকায়একটি ওয়াগনার গাড়ি দুর্ঘটনার কবলে পরে। এতে গাড়িতে থাকা ৫ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়, এদের মধ্যে তিনজনের আঘাত মারাত্মক থাকায় সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে রেফার করে দেয়া হয়।


  ঘটনার বিবরণে জানা গেছে, এদিন সকালে তেলিয়ামুড়া থেকে উদয়পুর মাতারবাড়িতে যাবার পথে সিপাহীজলা অভয়ারণ্যে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় TR06A0413 নম্বরের একটি ওয়াগনার গাড়ি। এতে গাড়িতে থাকা পাঁচজন গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হল রঞ্জিত দাস (৩০),সুরজ দেবনাথ (২৭), মৌসুমী দাস  (৩১),আবৃত্তি সাহা (১০) ও  গণেশ সাহা(৩৫)। তাদের প্রত্যেকের বাড়ি তেলিয়ামুড়ায়। দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গড়িটি দুর্ঘটনার কবলে পরে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। 



Social Justice and Empowerment : আগরতলায় ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত দু'দিনের আঞ্চলিক কর্মশালার উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad