সোনামুড়া, ২১ নভেম্বর : উন্নত ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিনই উন্নয়নমূলক কাজ হচ্ছে। রাজ্যের সার্বিক বিকাশে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। সরকারের লক্ষ্য মানুষের আর্থসামাজিক অবস্থার মানোন্নয়ন। সোমবার সোনামুড়ার নবদ্বীপচন্দ্র ইনস্টিটিশন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী আজ সোনামুড়া মহকুমায় সোনামুড়া মহকুমা শাসক কার্যালয়ের নতুন ভবনের ও বড়নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পশ্চিম নলছড় গ্রাম পঞ্চায়েতে ও উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে ১ হাজার মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন ধান সংরক্ষণ গুদামের উদ্বোধন করেন। এ উপলক্ষে সোনামুড়ার নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, কারামন্ত্রী রামপ্রসাদ পাল, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজস্ব সচিব পুনীত আগরওয়াল।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সরকার মানুষের জন্য ১০০ শতাংশ কাজ করার দিশা নিয়ে কাজ করছে। কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ও পরিষেবাগুলির সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে সরকারের অভিমুখ। এটা বাস্তবায়িত করতে উন্নত প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে অতি সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। প্রকল্প ও পরিষেবার সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে কোথাও যাতে ঘাটতি না থাকে সেজন্য উন্নত প্রযুক্তির ‘আমার সরকার' ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে। এই পোর্টালটি সরকার ও জনগণের মধ্যে সেতু হিসেবে কাজ করবে। মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে মহিলাদের স্বনির্ভর করে তোলার উপর সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। এজন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে স্বসহায়ক দলের মহিলা সদস্যাদের বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করে স্বনির্ভর করে তোলা হচ্ছে। রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। সামাজিক ভাতার আর্থিক সহায়তা ২ হাজার টাকা করা হয়েছে। নতুন করেও আরও ৩০ হাজার জনকে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ করে রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। যার সুফল পাচ্ছেন রাজ্যের জনগণ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণেও সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিকাশে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বহুমুখী কেন্দ্রীয় পরিকল্পনার সুফল পাচ্ছেন এই অঞ্চলের মানুষ। একটা সময় উত্তর-পূর্বাঞ্চল উপেক্ষিত ছিল। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ।
উল্লেখ্য, পশ্চিম নলছড়ে ১ হাজার মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন ধান সংরক্ষণ গুদাম নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা। উত্তর পাহাড়পুর পঞ্চায়েতে ১ হাজার মেট্রিকটন ধান সংরক্ষণ গুদাম নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫ লক্ষ টাকা। তাছাড়া সোনামুড়া মহকুমা শাসক কার্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় হবে ৮ কোটি টাকা এবং বড়নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হবে ৮ কোটি ৬৭ লক্ষ টাকা।
FIFA World Cup Qatar 2022 : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারালো ইকুয়েডর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন