Dental College of Tripura : ডেন্টাল কলেজের জন্য প্রস্তাবিত আইজিএম হাসপাতালের জি+৭ বিল্ডিং পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dental College of Tripura : ডেন্টাল কলেজের জন্য প্রস্তাবিত আইজিএম হাসপাতালের জি+৭ বিল্ডিং পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২২ নভেম্বর : মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা মঙ্গলবার ডেন্টাল কলেজের জন্য প্রস্তাবিত আইজিএম হাসপাতালের জি+৭ বিল্ডিংটি পরিদর্শন করেন। রাজ্যে খুব শীঘ্রই ডেন্টাল কলেজ চালু হতে যাচ্ছে। আগরতলার আইজিএম হাসপাতালের জি+৭ বিল্ডিংয়ে ডেন্টাল কলেজটি চালু হবে। আইজিএম হাসপাতালের জি+৭ বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় এই কলেজটি চালু করা হবে। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডেন্টাল কলেজ চালু করার যাবতীয় পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন। পরিদর্শন শেষে আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারের কার্যালয়ে মুখ্যসচিব জে কে সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডা. দেবাশিস বসু, স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মার উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল করে তুলতে হবে। এক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়াগত দিকগুলি দ্রুত শেষ করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিকাঠামোগত উন্নয়ন সহ চিকিৎসাজনিত যন্ত্রপাতি বসানোর বিষয়টিও সভার আলোচনায় প্রাধান্য পায়। সভায় আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শর্মিলা সরকার, ত্রিপুরা মেডিক্যাল সার্ভিসের উপঅধিকর্তা ডা. রাজেশ আচার্য, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিলীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।



Development : সোনামুড়া মহকুমা শাসক কার্যালয়ের নতুন ভবনের ও বড়নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে মুখ্যমন্ত্রী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad