সিমনা, ২২ নভেম্বর : জনজাতীয় গৌরব দিবসের দিনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের হাত ধরে খোয়াইয়ের বনবীথি পার্কে উদ্বোধন হলো বিরসা মুন্ডার মর্মর মূর্তি। এবার সিমনার ব্রহ্মকুন্ড বসছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকের সাঁওতাল বিদ্রোহের দুজন সর্বশ্রেষ্ঠ নেতা সিধু ও কানু ভ্রাতৃদ্বয়ের মর্মর মূর্তি। ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুলের নেতৃত্ব দিয়েছিলেন সিধু মুর্মু-কানু মুর্মু। আজও এই ঘটনার স্মৃতিচারণে প্রতিবছর ৩০ জুন পালিত হয় হুল দিবস।
সিমনার ব্রহ্মকুণ্ড চা বাগান এলাকায় রয়েছে বিশাল সংখ্যক সাঁওতাল সম্প্রদায়ের বসবাস। এই সম্প্রদায়ের গৌরবের সাথে জড়িয়ে রয়েছে সিধু-কানু এই দুজন স্বাধীনতার সংগ্রামীর নাম। তাই এই স্থানে এখন বসে এই দুজন স্বাধীনতার সংগ্রামীর ফাইবারের নির্মিত মর্মর মূর্তি। ইতিমধ্যে ফাইবার মূর্তি এসে পৌঁছেছে ব্রহ্মকুন্ডে। চলছে স্থানীয় পঞ্চায়েত এলাকায় মর্মর মূর্তি স্থাপনের কাজ। জানা গেছে এই দুজন স্বাধীনতার সংগ্রামীর মর্মর মূর্তির আবরণ উন্মোচনে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, সাংসদ সমীর উরাং, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনদের। কবে নাগাদ এই দুটি মূর্তির আবরণ উন্মোচন হবে, তার অপেক্ষাতেই রয়েছেন গোটা সিমনা এলাকার মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন