Fairs And Festivals : ৭ থেকে ৯ নভেম্বর সিমনায় ব্রহ্মকুণ্ড মেলা, সোমবার উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Fairs And Festivals : ৭ থেকে ৯ নভেম্বর সিমনায় ব্রহ্মকুণ্ড মেলা, সোমবার উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

Share This


মোহনপুর, ০৫ নভেম্বর :
সিমনার ব্রহ্মকুন্ডে চলছে রাস পূর্ণিমা উপলক্ষে তিনদিন ব্যাপী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনীর জোরদার প্রস্তুতি। ব্রহ্মকুন্ডেশ্বর মন্দিরের করা হচ্ছে ছাড়পোঁছ। মেলার মাঠকে করা হচ্ছে পরিষ্কার। রবিবার থেকেই শুরু হচ্ছে দোকানীদের  মধ্যে ভিটি বিলি।


তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্রহ্মকুণ্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার সোমবার বিকাল ৩ টায় উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, এমডিসি রবীন্দ্র দেববর্মা, হেজামারা বিএসসির চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, সমাজসেবী যোগেন্দ্র দেববর্মা, মোহনপুর মহকুমা শাসক  অনিরুদ্ধ রায় প্রমূখ।


 তিন দিনব্যাপী এই মেলাটি কেন্দ্র করে পর্যাপ্ত  নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় ।  প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনী মন্ডপ থাকছে বলেও উল্লেখ করেন তাঁরা।




Synthetic Turf Football Ground : উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিস্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad