আগরতলা, ০৫ নভেম্বর : শনিবার আচমকাই আগরতলার নেতাজীর চৌমুহনী স্থিত পূর্ত দফতরের কার্যালয়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ।কোন প্রকার আগাম সংকেত ছাড়াই হঠাৎ নিজেদের কার্যালয়ে মুখ্যমন্ত্রী কে দেখে উপস্থিত সরকারি কর্মচারীরা অবাক হয়ে যান। অফিসে ঢুকেই মুখ্যমন্ত্রী দেখতে পান, নিজের দপ্তরে অফিস টাইমে অনুপস্থিত একাংশ কর্মচারী ও অফিসার। এই ঘটনা দেখে তাজ্জব বনে যান খোদ মুখ্যমন্ত্রী । তিনি দেখতে পান অনেক চেয়ার টেবিলই ফাঁকা। উপস্থিত জনাকয়েক আধিকারীক ও কর্মচারির সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বেরিয়ে পরেন মুখ্যমন্ত্রী তথা পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
পরের এই পরিদর্শনের অভিজ্ঞতা সাংবাদিকদের সঙ্গে ব্যক্ত করতে গিয়ে, নিজের বিরক্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, অফিসে অনুপস্থিত থাকার যুক্তিসংগত কারণ থাকতে পারে। কিন্তু বিনা কারণে ইচ্ছেকৃতভাবে অনুপস্থিত থাকাটা কোন ভাবেই সমর্থন করা যায় না। পারিপার্শ্বিক কর্ম পরিবেশ নষ্ট ও কাজ থেকে মানসিকতা দূরে সরিয়ে নিতে পারে এই ধরনের অবহেলা ও উদাসীনতা। মুখ্যমন্ত্রী কর্মচারীদের এই বিষয়ে একটু সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে বলেন। একই সঙ্গে তিনি জানান আগামীতেও বিভিন্ন দপ্তর কিংবা অফিসে যখন তখন পৌঁছে যাবেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন