NIT Agartala : শনিবার এনআইটি আগরতলার পঞ্চদশ সমাবর্তন অনুষ্ঠানে থাকবেন পদ্মশ্রী ড. দীপক বি পাঠক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

NIT Agartala : শনিবার এনআইটি আগরতলার পঞ্চদশ সমাবর্তন অনুষ্ঠানে থাকবেন পদ্মশ্রী ড. দীপক বি পাঠক

Share This


 আগরতলা, ১১ নভেম্বর : ‌শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে এনআইটি আগরতলার বিশ্বেশ্বরাইয়া অডিটোরিয়ামে এনআইটি আগরতলার পঞ্চদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে আইআইটি বোম্বের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা এনআইটি আগরতলার প্রাক্তন চেয়ারপার্সন পদ্মশ্রী ড. দীপক বি পাঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যাঙ্গালোরের এক্সেন্টার টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার অমিত ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনআইটি আগরতলার বোর্ড অব গভর্নরস-এর চেয়ারপার্সন এবং অধিকর্তা হরিশ কুমার শর্মা। 


এই অনুষ্ঠানে ৫০ জনেরও বেশি পিএইচডি, ১৬১টি জন এমটেক, ১০ জন এমসিএ, ৩৪ জন এমবিএ, ২২ জন এমএসসি, ৭৩১টি বিটেক, ৪৩ জন বিএস, ১৬ জন বিটি, ৩২ জন বিএসএমএস এবং ১০ জন বিটিএমটি ছাত্রছাত্রীকে শংসাপত্র প্রদান করা হবে।



Electric Shock : হুক লাইনে জলের পাম্প মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মৃত্যু ১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad