Political : আস্তাবলে তিপ্রামথার সমাবেশ, হাতের পাঁচ আঙুলে তালি দিয়ে থানসার গুরুত্ব বোঝালেন প্রদ্যোৎ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political : আস্তাবলে তিপ্রামথার সমাবেশ, হাতের পাঁচ আঙুলে তালি দিয়ে থানসার গুরুত্ব বোঝালেন প্রদ্যোৎ

Share This


 আগরতলা, ১২ নভেম্বর : আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচন তিপ্রাসাদের দাবি আদায়ের জন্যে শেষ লড়াই । এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রবিবার আগরতলার আস্তাবল ময়দানে তিপ্রামথার দলের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।  তিনি বক্তব্য রাখতে গিয়ে এক সময় নিজের কর্ডলেস তুলে দেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়ার হাতে। আর তখন তিনি এক এক করে হাতের পাঁচ আঙুলে তালি দিয়ে বোঝান, একটি আঙ্গুল দিয়ে তালি দিলে আওয়াজ বের হয় না । পাঁচ আঙুল একত্রিত করে তালি দিলেই আওয়াজ হয় । তাই তিপ্রামথার নেতৃত্ব সবাইকে একত্রিত থাকতে হবে ।  অন্য দলে সামিল হলে তিনি কাউকে ছাড়বেন না।


 এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া, আইপিএফটি ছেড়ে আসা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বৃষকেতু দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা, বিজেপি ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা সহ তিপ্রামথার এমডিসি এবং বিভিন্ন স্তরের নেতারা । 


 জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মণ বলেন, আসন্ন নির্বাচন  ত্রিপুরার মানুষের জন্য এক নতুন বার্তা নিয়ে আসবে। এই প্রসঙ্গে তিনি  স্বদলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেক প্রলোভন আসবে, কিন্তু প্রলোভনের ফাঁদে পা দিয়ে কেউ যদি দফার সাথে (জাতির সাথে) ধোকা দেয়। তাহলে তিপ্রাসা তাদের ঘর থেকে বের মারবে। প্রদ্যোৎ কিশোরের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। 


প্রকাশ্য জনসভায় নিজের দলের নেতাদের উদ্দেশ্যে প্রদ্যোতের এই বার্তা যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করা হচ্ছে। দলের এমডিসিরা কি তাহলে বিজেপির সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে? প্রদ্যোৎ কিশোরের বক্তব্যে অন্তত এমনই আভাস পাওয়া গেছে। তিনি যেভাবে বলেছেন দফার সাথে যারা বেইমানি করবে বা ধোকাদারি করবে তাদের ছাড় দেওয়া হবে না। এর অর্থ দলের অন্দরে বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি নিজেও নিশ্চিত নন উনার দলে কে থাকবেন কে থাকবে না। এর আগেও একটি সভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন কে বলতে শোনা গেছে, দলের ছোট থেকে ছোট নেতৃত্বেরাও নেতা মন্ত্রী হতে চাইছেন । এটা কোনোভাবেই মানা যায় না । তিনি নিজেও কোন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে চান না। শুধুমাত্র দফার জন্য কাজ করতে চান । তেমনি সবাইকে স্বার্থ ভুলে নিজের জাতির জন্য কাজ করতে হবে।




Seminar on Chakma Language : আগরতলায় ৩ দিনব্যাপী চাকমা ভাষা, লিপি এবং সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad