Tripura Assembly Election 2023 : ৬০টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের খসড়া ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটারের সংখ্যা ২৭,৩৩,৮৯১ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Assembly Election 2023 : ৬০টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের খসড়া ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটারের সংখ্যা ২৭,৩৩,৮৯১

Share This

 


আগরতলা, ০৯ নভেম্বর : ভারতের নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী ১ জানুয়ারি, ২০২৩-কে ভিত্তি বছর ধরে রাজ্যের ৬০টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের খসড়া ভোটার তালিকা বুধবার প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ২৭,৩৩,৮৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩,৮০, ১৮১ জন এবং মহিলা ভোটার ১৩,৫৩,৬৬৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬ জন। খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সার্ভিস ভোটারের সংখ্যা ১০,৩৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০, ১৬৫ জন এবং মহিলা ভোটার ১৮৪ জন। এদিন সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে এই সংবাদ জানান।


 মুখ্য নির্বাচন আধিকারিক জানান, খসড়া ভোটার তালিকার প্রতিলিপি ৩,৩২৮টি ভোট কেন্দ্রে, সমস্ত তহশীল অফিসে, নির্বাচক নিবন্ধন আধিকারিকের (মহকুমা শাসকের অফিস) অফিস এবং জেলা নির্বাচন আধিকারিকের (ডি এম) অফিসে পাওয়া যাবে। তাছাড়া মুখ্য নির্বাচন আধিকারিক, ত্রিপুরার ওয়েবসাইট www.ceotripura.nic.in এ খসড়া ভোটার তালিকার প্রতিলিপি পরিদর্শনের জন্য দেখা যাবে। মুখ্য নির্বাচন আধিকারিক জানান, খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ৯ নভেম্বর, 2022 থেকে ৮ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত। দাবি ও আপত্তিসমূহ নিষ্পত্তির সময়সীমা ২৬ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৫ জানুয়ারি, ২০২০। খসড়া ভোটার তালিকার উপর বিশেষ প্রচার অভিযান করা হবে ১৯ ও ২০ নভেম্বর, ২022, এবং ৩ ও ৪ ডিসেম্বর, 2022।


সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ১ জানুয়ারি, ২০২০ এ যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়ে যাবে তারা তাদের ভোটারধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি আরও জানান, ১৭ বছর পূর্ণ হয়েছে, কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি এমন যুবক যুবতীরা এখন থেকে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারবেন। ১৭ এবং ১৮ উর্দ্ধ বয়সীদের ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তির জন্য মহকুমা শাসকদের উদ্যোগে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ডিগ্রি কলেজগুলিতেও বিশেষ শিবিরের আয়োজন করা হবে। তাছাড়াও বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত ভোটারদের নাম অর্ন্তভুক্তির জন্য উদ্যোগ নেবেন বলে জানান মুখ্য নির্বাচন আধিকারিক।


তিনি জানান, ব্রু পুনর্বাসিত শিবিরগুলিতেও ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার কাজ অব্যাহত রয়েছে। স্পেশাল সামারি রিভিশনের অংশ হিসেবে ভোটারদের মধ্যে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবছরের নির্বাচন কমিশনের মূল ভাবনা হচ্ছে 'পার্টিসিপেটিভ ইলেকশন'। সাংবাদিক সম্মেলনে খসড়া ভোটার তালিকা সংক্রান্ত একটি তথ্য সম্বলিত রূপরেখা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।




Political : বিধায়ক পদে মেবারের পদত্যাগ, যাচ্ছেন বুবাগ্রার দলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad