আগরতলা, ০৮ নভেম্বর : আইপিএফটি দলে ভাঙ্গন অব্যাহত । দলের আরও এক বিধায়ক পদত্যাগ করলেন মঙ্গলবার। প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মঙ্গলবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষ রতন চক্রবর্তীর হাতে তাঁর পদত্যাগ পত্র তুলে দেন। নিজে আগে থেকে তিপ্রামথা দলে সামিল না হলেও, আগেই নিজের সহধর্মিনীকে তিপ্রামথার দলে যোগদান করানোর পর থেকেই তাকে নিয়ে জল্পনা শুরু হয়।
জানাগেছে, তিনি আগামী ১২ নভেম্বর আস্তাবল ময়দানে আয়োজিত তিপ্রামথার জনসভায় আনুষ্ঠানিক ভাবে প্রদ্যুোত কিশোরের হাত ধরে তিপ্রামথা দলে সামিল হবেন। এই নিয়ে আই পি এফ টি দলের তিন বিধায়ক মথায় সামিল হতে যাচ্ছেন। আগেই দুই বিধায়ক পদত্যাগ করে তিপ্রামথায় যোগ দিয়েছেন। এখন মেবার কুমার জমাতিয়াও মথায় সামিল হচ্ছেন।
উল্লেখ্য বর্তমান জোট সরকারে জনজাতি কল্যান দপ্তর ও বন দপ্তরের মন্ত্রী ছিলেন। চার বছরের মাথায় আইপিএফটি দলের অন্তর কলহের জেরে তাঁকে মন্ত্রীত্ত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো। এরপর তাঁর বিরুদ্ধে দিল্লির ত্রিপুরা ভবনে নারী সংক্রান্ত অপরাধ জনিত ঘটনার অভিযোগ উঠে। এরপরেই তার রাজনৈতিক অস্তিত্ব এক প্রকার সংকটের মুখে পড়ে যায়। এখন পিঁপড়া মাথা দলে সামিল হয়ে রাজনৈতিকভাবে কতটা ঘুরে দাঁড়াতে পারেন মেবার কুমার জমাতিয়া তাই এখন দেখার বিষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন