আগরতলা, ০৭ নভেম্বর : "আমার বুথ, সবচেয়ে মজবুত" এই আহবানকে সামনে রেখে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে ৭ দিবসীয় বুথ বিজয় অভিযানের শুভ সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, দলের কেন্দ্রীয় নির্বাচনী ইনচার্জ ডঃ মহেন্দ্র সিং, উত্তর-পূর্ব ভারতে দলের কোঅর্ডিনেটর ডঃ সম্বিত পাত্রা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সংসদ রেবতী ত্রিপুরা, আসাম ও ত্রিপুরার সংগঠন সম্পাদক ফনীন্দ্র নাথ শর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ত্রিপুরাকে সাথে নিয়ে দেশের বিকাশের জন্য এগিয়ে চলছেন। ত্রিপুরায় বর্তমান সরকারের সময়ে যত বড় জাতীয় সড়ক নির্মাণ হয়েছে তা আসামেও হয়নি বলে মন্তব্য করেন তিনি। মোদি জীর নেতৃত্বে উত্তরপূর্ব ভারত নতুন দিশায় এগিয়ে চলছে। প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা বর্তমান সময়ে ভারতবর্ষে বিকাশ শিল্প রাজ্যে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন আসামের মুখ্যমন্ত্রী।
ডঃ হিমন্ত বিশ্ব শর্মা বলেন ভারতীয় জনতা পার্টি উত্তরপূর্ব ভারতের বিকাশে কাজ করছে এই বার্তা দিল্লী পর্যন্ত আবারো পৌঁছে দিতে আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে জয় হাসিল করতে হবে। বর্তমান সরকারের সময়ে বিকাশের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি আসামেও সবাইকে বলি, আগরতলায় যে বিমানবন্দর তৈরি হয়েছে তা আসামেও নেই, সমগ্র উত্তরপূর্ব ভারতেও নেই।" ডঃ বিশ্ব শর্মা বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যকে হীরা বানানোর কথা বলেছিলেন, আজ সত্যি ত্রিপুরা হীরা প্রদেশে তৈরি হয়েছে। তিনি বলেন, "আমাদের সবাইকে এটা স্থির করতে হবে, ত্রিপুরাতে দ্বিতীয়বার আর সিপিএম রাজত্ব আসতে দেয়া হবে না । এটা সিপিএম নিজেও বুঝে গেছে।" তাই এখন সিপিএম এবং কংগ্রেস এক থালায় খাওয়া-দাওয়া করছে বলে ব্যঙ্গ করেন তিনি। আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় অন্ততপক্ষে ৫৫ টি আসন দখল করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, দলের দীর্ঘদিনের দিচ্ছে ছিল রাজ্যের প্রত্যেকটি বুথকে সক্রিয় করে তোলা। তার সফল বাস্তবায়ন এই বুথ বিজয় অভিযানের মধ্য দিয়ে শুরু হচ্ছে । এজন্য তিনি ডঃ সম্বিত পাত্রার ভূমিকার প্রশংসা করেন। প্রত্যেকটি বুথে দলের সংগঠন মজবুত হলে, প্রত্যেকটি মন্ডলও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে উদাহরণ টেনে বলেন, একটি পুকুরের জলে যদি আমরা ঢিল ছুড়ি, তাহলে তার তরঙ্গ ধীরে ধীরে পারে চলে আসে। ঢিল ছোড়ার বিন্দুকে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বুথের সঙ্গে তুলনা করেন। এর শক্তির প্রভাব রাজ্যস্তরে পর্যন্ত পৌঁছবে বলে উল্লেখ করেন তিনি। নিজের বুথকে শক্তিশালী করার জন্য জনপ্রতিনিধিদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। জনপ্রতিনিধি হয়েও নিজের বুথ সম্পর্কে অজ্ঞতা থাকা কাম্য নয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারকে এক হাতে নিয়ে বলেন, উনার কাছে কোন ইস্যু নেই বলেই তিনি এখন আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু বাস্তব ঘটনা হলো ইচ্ছে করে তাঁরাই আইন-শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছেন। তাদের এই অপচেষ্টা সম্পর্কে প্রত্যেকটি বুথের কার্যকর্তাদের সচেতন থাকার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, আইন-শৃংখলার উন্নতি সাধনের পাশাপাশি নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেও সরকারের বিশাল সাফল্য রয়েছে। কর্মচারীদের জন্য আগে তিন শতাংশ দিয়ে দেয়া হয়েছিল, বর্তমানে আবারও পাঁচ শতাংশ দিয়ে দেয়া হয়েছে। চাঁদা সংস্কৃতি থেকে মানুষ মুক্তি পেয়েছে। ৬ হাজারের উপর পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ করার প্রক্রিয়া চলছে । এক হাজারের উপর পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়েছে । মানুষের আস্থা ভারতীয় জনতা পার্টির উপর আছে। মানুষকে এখন বোঝাতে হবে আগামী বিধানসভা নির্বাচনে ৬০/৬০ আসনে আমরা জয়ী হবো। মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের সময় থেকে শুরু করে, হর ঘর তিরঙ্গা অভিযানে যখন দেশের প্রধানমন্ত্রী আমাদের উপর যে যে দায়িত্ব দিয়েছেন তা আমরা সুচারুভাবে সম্পন্ন করেছি। তাই এখন যে 'বুথ বিজয় অভিযান' আমাদের উপর ন্যাস্ত করেছেন তাও ১০০ শতাংশ সফল হবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দলের কেন্দ্রীয় নির্বাচনী ইনচার্জ ডঃ মহেন্দ্র সিং প্রমুখ।
Crime : কমলপুরে নেশাসক্ত নাবালকের হাতে একই পরিবারের তিনজন সহ চারজন খুন, গ্রেপ্তার অভিযুক্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন