উদয়পুর, ১০ ডিসেম্বর : জাতীয় সড়কে বাস ও লরির সংঘর্ষ। বরাত জোরে বাঁচলেন যাত্রীরা। ঘটনা শুক্রবার বিকেলে উদয়পুর-আগরতলা জাতীয় সড়কের গোকুলপুর এগ্রিকালচার চৌমূহনী সংলগ্ন এলাকায়। টিআর-০৭-১২২৪ নম্বরের একটি যাত্রীবাহী বাস গন্ডাছড়া থেকে উদয়পুর হয়ে আগরতলা আসার পথে এগ্রিকালচার চৌমূহনীস্থিত জাতীয় সড়কে এনএল-০১-জি-৯১৯২ নম্বরের মালবাহী বারো চাকার লড়ি যাত্রীবাহী বাসটির পেছন দিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গাড়ির চালকদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ এবং ওই লড়ি চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এই ঘটনা সম্পর্কে যাত্রীবাহী বাস গাড়ির চালক জানান, বাসটি গন্ডাছড়া থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল। উদয়পুরের রাজারবাগে বাস থেকে একজন যাত্রীকে নামানোর জন্য স্টপেজ দেয়া হয় । তখনই পেছন থেকে লড়িটি দ্রুতগতিতে আসতে শুরু করে। যদিও বাসটি রওনা দেয় যথারীতি গন্তব্যের উদ্দেশ্যে। এরমধ্যে বাস গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলেই লড়িটি বেপরোয়া ভাবে এসে তাকে ধাক্কা দেয় । এই ঘটনায় বাস গাড়িটির পেছনদিকে সামান্য ক্ষতি হলেও যাত্রীরা কেউ আঘাত পাননি । তবে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের।
Shohuri Samridhi Utsav : ক্ষুদিরাম বসু ইংরেজী মাধ্যম বিদ্যালয় মাঠে শহরি সমৃদ্ধি উৎসবের উদ্বোধন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন