আগরতলা, ১১ ডিসেম্বর : প্রত্যাশা মতই প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। রবিবার তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্ব প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পীযূষ বিশ্বাসের নামে ঘোষণা করেন। এরপরই প্রদেশ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে আগামী আড়াই মাসের মধ্যেই সরকার পরিবর্তনের ডাক দেন নতুন প্রদেশ তৃণমূল সভাপতি।
পীযূষকান্তি বিশ্বাস বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। তাই মানুষ বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। তিনি বলেন, কংগ্রেস ও সিপিএম বর্তমানে এক জোট হতে চাইছে। এটা তাদের দ্বিচারিতা। ২৫ বছর মানুষকে বোকা বানিয়েছে কংগ্রেস। বাম বিরোধিতার নামে দিল্লিতে দোস্তি এবং ত্রিপুরায় কুস্তির ফর্মুলায় অবাম অংশের মানুষের সাথে চরম প্রতারণা করেছে এই দল। তৃণমূল কংগ্রেস প্রকৃত বাম ও বিজেপি বিরোধী দল। শ্রী বিশ্বাস বলেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস এবার জাতি উপজাতি এবং সংখ্যালঘু সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে।
তৃণমূল সভাপতি পীযূষ বিশ্বাস আরো বলেন, বাইক বাহিনী দিয়ে এবং পুলিশ লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। তৃণমূল কংগ্রেস নতুনভাবে মানুষের কাছে যাবে এই সরকারের ব্যর্থতা নিয়ে। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে বলে জানান তৃণমূল সভাপতি। তিনি বলেন, বিজেপি সরকারের ব্যর্থতাই আমাদের সাফল্যের চাবিকাঠি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক পর্যবেক্ষক রাজীব ব্যানার্জী, সাংসদ সুস্মিতা দেব, তৃণমূল নেত্রী পান্না দেব, পূজন বিশ্বাস, অমিত সাহা, তেজেন দাস, আইনজীবী অনন্ত ব্যানার্জী, বিমল রুদ্র পাল, শান্তনু সাহা, দেবু ঘোষ সহ অন্যান্যরা । তবে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ হারানোর পর, নতুন দল গঠন করেও এক প্রকার ব্যর্থ পিযুষ বিশ্বাসকে তৃণমূলের দায়িত্ব তুলে দিয়ে, ত্রিপুরায় ঘাসফুল শিবির কতটুকু সাফল্যের মুখ দেখে এটাই এখন দেখার বিষয়।
Accident : যাত্রীবাহী বাসের পেছনে মালবাহি লড়ির ধাক্কা, অল্পে বাঁচলেন যাত্রীরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন