গান্ধীনগর, ১২ ডিসেম্বর : দ্বিতীয়বারের জন্য ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন। সোমবার দুপুরে গান্ধীনগরের হেলিপ্যাড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ দেশের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাবড় তাবড় নেতৃত্বদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি এদিন শপথ নেন আরও ২৫ জন মন্ত্রী। নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী সহ সকলকেই শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত।
Congratulations to Shri Bhupendrabhai Patel on taking oath as CM of Gujarat. I would like to also congratulate all those who took oath as Ministers. This is an energetic team which will take Gujarat to even newer heights of progress. @Bhupendrapbjp pic.twitter.com/olOkELJCpA
— Narendra Modi (@narendramodi) December 12, 2022
গুজরাটে পুরসভা স্তর থেকে রাজনীতিতে নিজের পথ তৈরি করেন ভূপেন্দ্র প্যাটেল। বিজেপি নেতৃত্ব যখন বিজয় রূপানির জায়গায় তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছিল তা অনেককেই অবাক করে দিয়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী হওয়ার আগে রাজনীতিতে খুব বেশি পরিচিত ছিলেন না ভূপেন্দ্র প্যাটেল।
তিনি ঘাটলোদিয়া আসনের জয়ী হয়ে বিধায়ক হন। তিনি ২০১৭ সালে ১ লক্ষ ১৭ হাজারের বেশি ভোটে আসনটি জিতেছিলেন। তবে এবারের নির্বাচনে সেই সংখ্যা তিনি ছাপিয়ে গিয়েছে। এর আগে আহমেদাবাদ আরবান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১০ এবং ২০১৫ সালে গুজরাটের বৃহত্তম পুরসভা আহমেদাবাদের স্থায়ী কমিটিরও চেয়ারম্যান ছিলেন। এবার ২০২১ সালের পর এবার দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নজীর গড়লেন ভূপেন্দ্র প্যাটেল।
পর পর দ্বিতীয়বারের মতো গুজরাটের মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ করায় ভূপেন্দ্র প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী গুজরাটের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নিজের সামাজিক মাধ্যমে লিখেন, "গুজরাটের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী ভুপেন্দ্র প্যাটেল জী এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের জানাই অসংখ্য অভিনন্দন ও শুভকামনা। সপ্তম বারের জন্য ভারতীয় জনতা পার্টীর প্রতি গুজরাটের গনদেবতাদের এই বিপুল আশীর্বাদ প্রমান করে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর কর্মদক্ষ নেতৃত্বের প্রতি জনগনের অটুট বিশ্বাস ও অক্ষুণ্ণ জনসমর্থন।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন