Sishu Mela : আগরতলার এগিয়ে চলো সংঘ আয়োজিত শিশু মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Sishu Mela : আগরতলার এগিয়ে চলো সংঘ আয়োজিত শিশু মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২৪ ডিসেম্বর : প্রত্যেকটি শিশুই কিছু প্রতিভা নিয়ে জন্মায়। শিশুদের সেই অর্ন্তনিহিত প্রতিভাকে বিকশিত করার ক্ষেত্রে অভিভাবক সহ সমাজের সকল নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শনিবার আগরতলার এগিয়ে চলো সংঘ আয়োজিত ৩৪তম শিশু মেলা-২০২২'র আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, অভিভাবকদের নিজস্ব চাহিদা শিশুদের উপর চাপিয়ে দিলে শিশুদের প্রকৃত বিকাশ বিঘ্নিত হতে পারে। তাই কোনও অবস্থাতেই শিশুদের উপর যাতে কোন প্রকার চাপ সৃষ্টি না হয় সেই দিকে অভিভাবকদের সর্বদা সচেতন থাকতে হবে। 


মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের সর্বোত্তম জায়গায় শিক্ষা গ্রহণের উপর অভিভাবকদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এই সর্বোত্তম জায়গায় শিক্ষার মাধ্যমেই অভিভাবকরা তাদের শিশুটি কোন বিষয়ে আগ্রহী তার একটি সুস্পষ্ট ধারণা পাবে যা শিশুর সঠিক পরিচালনায় সহায়ক হবে। মুখ্যমন্ত্রী এগিয়ে চলো সংঘের এই শিশু মেলা অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। 


অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী বলেন, ছেলেমেয়েরা বর্তমানে মোবাইলের প্রতি আশক্ত হয়ে পড়ছে। এ থেকে উত্তরনের জন্য এ ধরণের শিশু মেলা আয়োজন একান্ত প্রয়োজন। ছেলেমেয়েদের সাংস্কৃতিক কর্মসূচি, খেলাধুলা সহ বিভিন্ন সৃজনশীল কাজে জড়িয়ে রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ ও এগিয়ে চলো সংঘের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন শিশুমেলার আহ্বায়ক ঝলক দে। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী। 


অনুষ্ঠানে এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে বিশিষ্ট শিশু ক্রীড়াবিদ মৃন্ময়ী সূত্রধরকে ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মৃন্ময়ী সূত্রধরের হাতে এই আর্থিক পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, এগিয়ে চলো সংঘ আয়োজিত এই শিশুমেলা আগামী ২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে।



ANM Training School : দুর্জয়নগরে এএনএম প্রশিক্ষণ স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad