Assembly Election 2023 : মুখ্যসচিবের নেতৃত্বে মডেল কোড অব কন্ডাক্ট স্ক্রিনিং কমিটি গঠন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Assembly Election 2023 : মুখ্যসচিবের নেতৃত্বে মডেল কোড অব কন্ডাক্ট স্ক্রিনিং কমিটি গঠন

Share This


 আগরতলা, ২০ জানুয়ারি : ১৮ জানুয়ারি ত্রিপুরা বিধানসভার সাধারণ নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়েছে। তাই এই আচরণবিধি কার্যকর করার লক্ষ্যে মুখ্যসচিবের নেতৃত্বে একটি মডেল কোড অব কন্ডাক্ট স্ক্রিনিং কমিটিও গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হলেন মুখ্যসচিব। সদস্য হিসেবে রয়েছেন এমসিসি সম্পর্কিত দপ্তরগুলির সচিবগণ, শিল্প ও আইটি, রাজস্ব দপ্তরের প্রধান সচিব, তপশিলি জাতি কল্যাণ ও শিল্প দপ্তরের বিশেষ সচিব এবং ডিজিপি / মুখ্য বন সংরক্ষক। 


এমসিসি বলবৎ থাকাকালীন সময়ে এমসিসি সম্পর্কিত কোনও অনুমোদন / স্পষ্টিকরণের বিষয় সংশ্লিষ্ট কমিটি যাচাই করে সিইও-র মাধ্যমে তা নির্বাচন কমিশনের কাছে পাঠাবে। নির্বাচন কমিশনের পোর্টালে যে নির্দেশিকা রয়েছে তার ভিত্তিতে কমিটি এ জাতীয় বিষয় খতিয়ে দেখবে এবং সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্য সহ সিইও-র কাছে পাঠাবে, কোন বিষয় বিশেষ জরুরি হলে তাও কারণ সহ উল্লেখ থাকবে। মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানান।



Dr Manik Saha : বিরোধী দলের অশুভ মিতালিকে প্রত্যাখ্যান করবে রাজ্যের মানুষ বিজেপির জয় নিশ্চিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad