Dr Manik Saha : মথা নিয়ে ইঙ্গিত, আসন্ন নির্বাচনে বিজেপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের জোটের দরজা খোলা রয়েছে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : মথা নিয়ে ইঙ্গিত, আসন্ন নির্বাচনে বিজেপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের জোটের দরজা খোলা রয়েছে

Share This

 


আগরতলা, ২১ জানুয়ারি : দেশের মধ্যে অন্যতম একটা শক্তিশালী দল ভারতীয় জনতা পার্টি। তাই কোন দলের সঙ্গে জোট গড়া নিয়ে মাথা ব্যথা নেই এই দলের। বর্তমানে ভারতীয় জনতা পার্টির সাথে জোট রয়েছে আইপিএফটি দলের। এরপরেও যদি কোন রাজনৈতিক দল বিজেপির সঙ্গে জোট করতে চায় তবে তাদের জন্য দরজা খোলা রয়েছে। আগামী এক দু'দিনের মধ্যে নতুন কিছু হতে পারে। শনিবার  ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ২০, ৩২,  ৫৪ এবং ৫৫ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পুনরায় ক্ষমতায় আসবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। 


২০১৮ সালে জনতার রায়ে ক্ষমতায় আসার পর রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করে গিয়েছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার। বরাবরই বিজেপি নেতৃত্বাধীন এই সরকার মানুষের পাশে রয়েছে এবং মানুষের কল্যাণে বিশ্বাস করে। এই লক্ষ্য নিয়েই আগামীতে এগিয়ে যেতে চাইছে ভাজপা। গত ১৮ জানুয়ারি ত্রিপুরা বিধানসভা মহারণের ঘোষণা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী ভোট গ্রহণ করা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। নির্বাচন ঘোষণা হতেই ময়দান মুখী হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। বিনা যুদ্ধে কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছেড়ে দিতে চাইছে না। ইতিমধ্যেই শুরু হয়েছে মিটিং, মিছিল, সভা সমাবেশ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। যদিও প্রচারের দিক থেকে অনেক দিন আগে থেকেই বিরোধী শিবিরের চাইতে ধারেভারে এগিয়ে রয়েছে শাসক ভারতীয় জনতা পার্টি। এরমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে একাধিক মেগা রাজনৈতিক কর্মসূচি সেরে নিয়েছে গেরুয়া শিবির। যেসকল কর্মসূচিতে জনতার ঢল প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় ফেরা শুধু সময়ের অপেক্ষা মাত্র। 


এদিকে নির্বাচন ঘোষণার আগে থেকেই ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এমনিতে গত মে মাসে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সারা রাজ্য চষে বেরিয়েছেন তিনি। সরকারি কর্মসূচির ফাঁকে ফাঁকে অনেক দলীয় কর্মসূচিতেও সামিল হয়েছিলেন তিনি। গোটা রাজ্যের পাশাপাশি বাদ যায় নি নিজ বিধানসভা কেন্দ্র বড়দোয়ালী এলাকা। গত কয়েকদিন ধরে লাগাতর জনসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে শনিবার ফের একবার বাড়ি বাড়ি প্রচারে সামিল হন তিনি। এদিন ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভার ২০/৩২/৫৪/৫৫ নম্বর বুথ এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। প্রচারের সময়ে মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত হয়। মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কনভয় রেখে গোটা এলাকা পায়ে হেঁটে পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সাথে অবশ্যই ছিলেন দলের নেতৃত্ব এবং কার্যকর্তাগণ। প্রত্যেকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তুলে দেন রিপোর্ট কার্ড। জেনে নেন এলাকার বিভিন্ন সমস্যার কথা। 


এরই এক ফাঁকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় কাজ করছে রাজ্য সরকারও। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয়জল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। এর পাশাপাশি জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়ন করছেন। প্রতিটি রাজ্যকে সমৃদ্ধ ও শক্তিশালী করার জন্য কাজ করছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, ভারতীয় জনতা পার্টি সারা দেশে একটা অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল। সুতরাং কোন রাজনৈতিক দল জোটে না আসলেও তেমন কোন সমস্যা নেই। তবে কোন দল যদি জোটে আসতে চায় তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা খোলা থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য দেশের প্রতিটি রাজ্যকে সমৃদ্ধ করা। ত্রিপুরা রাজ্যে এখন শান্তি সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। ভারতীয় জনতা পার্টির উন্নয়নের ধারাকে অক্ষুন্ন রাখতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। আসন্ন বিধানসভা ভোটেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। আগামীদিনেও জনসাধারণের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ অভিযান অব্যাহত থাকবে।



Assembly Election 2023 : মুখ্যসচিবের নেতৃত্বে মডেল কোড অব কন্ডাক্ট স্ক্রিনিং কমিটি গঠন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad