Tripura Assembly Election 2023 : ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টার পর থেকে সামাজিক মাধ্যমেও রাজনৈতিক প্রচার ও ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত একজিট পোলে নিষেধাজ্ঞা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Assembly Election 2023 : ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টার পর থেকে সামাজিক মাধ্যমেও রাজনৈতিক প্রচার ও ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত একজিট পোলে নিষেধাজ্ঞা

Share This

 


আগরতলা, ১০ ফেব্রুয়ারি : আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ কে কেন্দ্র করে ১৬ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত কোন ধরণের একজিট ও ওপিনিয়ন পোল করা যাবেনা। শুক্রবার একজিট ও ওপিনিয়ন পোল নিয়ে সংবাদমাধ্যমের এডিটর ও করসপন্ডেন্টদের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে ৷ তিনি আরও জানান, আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি কেবলমাত্র প্রিন্ট মিডিয়াতে রাজনৈতিক দলগুলির তাদের প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। এই ক্ষেত্রে প্রচারের ধরণ অনুযায়ী রাজনৈতিক দলসমূহকে রাজ্য ও জেলাস্তরের এমসিএমসি কমিটি থেকে পূর্বেই সার্টিফিকেট নিতে হবে। ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টার পর থেকে বৈদ্যুতিন মাধ্যম, রেডিও, কেবল নেটওয়ার্ক, ওয়েবসাইট, সামাজিক মাধ্যমে যেকোন রাজনৈতিক অনুষ্ঠানের প্রচার, পুন:প্রচার, প্রসার, চর্চা ইত্যাদি করা যাবেনা। কিন্তু নির্বাচন সংক্রান্ত গঠনমূলক আলোচনা করা যাবে।

 

সাংবাদিকদের রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, ১৮ জানুয়ারি ২০২৩ থেকে গতকাল পর্যন্ত মোট ৩২ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। যা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় ১২ গুণ বেশী। নির্বাচন উপলক্ষে যে সকল নাকা পয়েন্ট তৈরী করা হয়েছে সেগুলিতে সারাদিনব্যাপী যানবাহণের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। প্রত্যেকটি নাকা পয়েন্টের জন্য ৩টি করে দল দায়িত্বপ্রাপ্ত রয়েছে।



Tripura Assembly Election 2023 : খয়েরপুর পল্লীমঙ্গল স্কুল মাঠে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে বাম-কংগ্ৰেস ইস্যুতে বিস্ফোরক জে পি নাড্ডা 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad