Art and Culture : প্রাতঃভ্রমণে বের হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত কবি চন্দ্রকান্ত মুড়াসিংয়ের, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Art and Culture : প্রাতঃভ্রমণে বের হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত কবি চন্দ্রকান্ত মুড়াসিংয়ের, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২৭ মার্চ : প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মুরাসিং। সোমবার সকালে স্বামী বিবেকানন্দ ময়দানে প্রাতঃভ্রমণে বের হয়ে অন্যান্যদের সঙ্গে হকি খেলায় অংশগ্রহণ করেন। তখনই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাজ্যের এই বরেণ্য সন্তানের মৃত্যুতে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সাহিত্য-সংস্কৃতি মহল। 


মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কবি চন্দ্রকান্ত মুড়াসিংয়ের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান৷ শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের প্রখ্যাত কবি তথা সাহিত্য একাডেমির ওরাল লিটারেচারের ত্রিপুরা শাখার পরিচালক চন্দ্রকান্ত মুড়াসিংয়ের অকাল প্রয়াণে আমি মর্মাহত। চন্দ্রকান্ত মুড়াসিং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি'র ককবরক অনুবাদ করেছিলেন। এই অনুবাদ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল বিশ্বভারতী থেকে। ককবরক ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও অসামান্য সৃষ্টির জন্য তিনি আমাদের হৃদয়ে থাকবেন।”

 

এদিকে, আজ প্রয়াত চন্দ্রকান্ত মুড়াসিংয়ের মরদেহ নজরুল কলাক্ষেত্র ও রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে রাজ্যের বিশিষ্টজনেরা প্রয়াত চন্দ্রকান্ত মুড়াসিংয়ের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।



Dr Manik Saha : রক্ত দানের পর রক্ত পৃথকীকরণের মাধ্যমে একজন ব্যক্তি আরও তিন চারজন মানুষের জীবন বাঁচাতে সমর্থ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad