BJP Tripura : চুড়ান্ত প্রস্তুতি নিয়ে প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ৮ ই মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয় বিজেপি সরকারের শপথ গ্রহণ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

BJP Tripura : চুড়ান্ত প্রস্তুতি নিয়ে প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ৮ ই মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয় বিজেপি সরকারের শপথ গ্রহণ

Share This


 আগরতলা, ০৫ মার্চ : আগামী ৮ই মার্চ ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।  থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এক ঝাক বরিষ্ঠ নেতৃত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠানকে মসৃণ করে তুলতে রবিবার থেকেই প্রস্তুতি শুরু করল ত্রিপুরা বিজেপি । 

 


এদিন দুপুরে বিজেপি প্রদেশ নির্বাচনী কার্য্যালয়ে দলের উত্তর-পূর্ব ভারতের কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। এই বৈঠক সম্পর্কে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আগামী ৮ ই মার্চ আগরতলা আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে মূলত এই বৈঠকের আয়োজন। এতে দলের বিভিন্ন জেলা কমিটির সভাপতি, প্রদেশ মোর্চার সভাপতি এবং বেশ কয়েকটি মণ্ডলের সভাপতি উপস্থিত ছিলেন।  এরই সাথে বিজেপির ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৫ টি তে দেওয়া সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন এই দিনের বৈঠকে।

 

 বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি বলেন দলের পৃষ্ঠা প্রমুখ থেকে দেব তুল্য কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে রাজ্যে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য তিনি দলের সকল স্তরের কার্যকর্তাদের অভিনন্দন জানান। পাশাপাশি তিনি ৮ ই মার্চ আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান রাখেন। তিনি বলেন, যদিও গোটা অনুষ্ঠানটি সরকারিভাবে আয়োজন করা হচ্ছে তারপরেও দলীয় স্তরে এই অনুষ্ঠানকে সাফল্য করার লক্ষ্যে প্রস্তুতিতে যাতে কোন প্রকার খামতি না থাকে তার জন্যই এদিনের বৈঠক।



Dr Manik Saha : ঝটিকা সফরে খোয়াই ও সোনামুড়ায় মুখ্যমন্ত্রী, সর্বত্র শান্তির পরিবেশ অক্ষুন্ন রাখার আহ্বান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad