Dr Manik Saha : বিজেপি বিধায়ক দলের নেতা ডাঃ মানিক, রাজ্যপালের কাছে জানালেন নতুন মন্ত্রিসভা গঠনের আবেদন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : বিজেপি বিধায়ক দলের নেতা ডাঃ মানিক, রাজ্যপালের কাছে জানালেন নতুন মন্ত্রিসভা গঠনের আবেদন

Share This

 


আগরতলা, ০৬ মার্চ : আগামী ৮ ই মার্চ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয়বারের মতো ত্রিপুরার  মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন প্রফেসর ডাঃ মানিক সাহা । সোমবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ নির্বাচনী কার্যালয়ে সকল বিধায়কদের নিয়ে পরিষদীয় বৈঠক অনুষ্ঠিত হয় । এতে দ্বিতীয় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদের জন্য পরিষদীয় নেতা হিসেবে নির্বাচিত হন ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন বিজেপির নবনির্বাচিত ৩২ জন বিধায়ক । পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ার পর ডাঃ মানিক সাহা কে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্বরা।



পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ার পরেই ডাঃ মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে সোজা চলে যান রাজভবনে । সেখানে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যের কাছে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আবেদন জানান। রাজ্যপাল এদিনই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রফেসর ডাক্তার মানিক সাহা কে নিযুক্তি প্রদান করেন এবং ৮ ই মার্চ শপথ গ্রহণ করার জন্য অনুমতি প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে ৮ ই মার্চ আস্তাবল ময়দানে প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে আর কতজন কেবিনেট মন্ত্রী শপথ নেবেন এই বিষয়টা এখনো পরিষ্কার হয়নি।

 

এদিকে প্রধানমন্ত্রীর রাজ্য সফর উপলক্ষে আগরতলার এমবিবি এয়ারপোর্ট থেকে বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্তায় সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন ধরনের যানবাহন, ট্রিপার, বড় বাস, ইট এবং সিমেন্ট বোঝাই গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আপৎকালীন পরিষেবায় নিযুক্ত যানবাহনের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। বিকল্প রাস্তাগুলি হলো ক) নারায়ণপুর - নরসিংগড়- রামনগর- গান্ধীগ্রাম বাজার - শালবাগান- রাবারবোর্ড- চানমারি খ) জিবি- ইন্দ্রনগর- ধলেশ্বর- মঠ চৌমুহনী- যোগেন্দ্রনগর- বাইপাস। গ) এডিনগর- বটতলা- ফায়ার সার্ভিস- কের চৌমুহনী- শঙ্কর চৌমুহনী- বড়জলা- ভারতরত্ন হয়ে ময়লাখলা- এমবিবি এয়ারপোর্ট। ঘ) জিবি- আইএলএস- এসডিও চৌমুহনী- নন্দনগর- বণিক্য চৌমুহনী- খয়েরপুর।


বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর জনসভায় বিশেষ অতিথিগণ ও ব্যাপক সংখ্যায় জনগণ অংশগ্রহণ করবেন। এজন্য আগরতলার বিভিন্ন জায়গায় যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জায়গাগুলি হলো- লেইক চৌমুহনীর দিকে এসটি কর্পোরেশনের কাছে, শচীন সেতু থেকে লেইক চৌমুহনীর দিকে, বোধজং চৌমুহনী থেকে উত্তর গেট, বোধজং চৌমুহনী থেকে ভুতুরিয়ার দিকে, কাটাখাল থেকে শচীন সেতু, ক্যান্টনমেন্ট রোড থেকে বুদ্ধমন্দির, অভয়নগর পোস্ট অফিস থেকে বুদ্ধমন্দির, উত্তর গেট থেকে রাধানগর।


বিজ্ঞপ্তিতে জেলাশাসক জানিয়েছেন, দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা জেলা থেকে যেসব যানবাহন আসবে এগুলি নাগেরজলা স্ট্যান্ড (এলএমভিএস/ বাস), গান্ধীঘাটের রাস্তার পশ্চিম দিক (এলএমভিএস/ বাস), (এলএমভিএস) নেতাজী স্কুল মাঠ (এলএমভিএস/ বাস), ধলাই, ঊনকোটি জেলা ও উত্তর ত্রিপুরা জেলায় এবং তেলিয়ামুড়া, জিরানীয়া, রাণীরবাজার থেকে যেসব গাড়িগুলি আসবে সেগুলি আইএসবিটি চন্দ্রপুর (এলএমভিএস/ বাস), পুরোনো কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আশ্রম চৌমুহনী রাস্তার দক্ষিণাংশে (এলএমভিএস), ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে (এলএমভিএস) দাঁড়াবে।


খোয়াই জেলা ও সদরের উত্তরাংশ থেকে আসা যানবাহনগুলি নেহেরু পার্ক (এলএমভিএস / বাস), সিধাই ক্রসিং-এ দাড়াবে। এর পর শ্রোতারা নেহেরু পার্ক-মূর্তি প্রাঙ্গণ-বুদ্ধ মন্দির- রাধানগর- রাধামাধব মন্দির- লেইক চৌমুহনী এসটি কর্পোরেশন- ডিমসাগর- দেবলোক হসপিটাল পথ ধরে স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন। যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আসা বাসগুলি মঠ চৌমুহনী থেকে গান্ধীস্কুল এবং এলএমভিএসগুলি ক্ষুদিরাম বসু স্কুল মাঠে দাঁড়াবে। বাস / এলএমভিএস'র ক্ষেত্রে আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী, আইজিএম চৌমুহনী থেকে ফায়ার সার্ভিস চৌমুহনী, উমাকান্ত মাঠ, রাধানগর থেকে উত্তর গেট, উত্তর গেট থেকে কাটাখাল, শচীন সেতু থেকে ভুতুরিয়া পর্যন্ত কোন পার্কিং এলাকা থাকবে না।






BJP Tripura : চুড়ান্ত প্রস্তুতি নিয়ে প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ৮ ই মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয় বিজেপি সরকারের শপথ গ্রহণ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad