Jana Aushadhi Diwas-2023 : জেনেরিক ঔষধকে জনপ্রিয় করার লক্ষ্যে জনসচেতনতা গড়ে তুলতে মুখ্যমন্ত্রীর আহ্বান - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Jana Aushadhi Diwas-2023 : জেনেরিক ঔষধকে জনপ্রিয় করার লক্ষ্যে জনসচেতনতা গড়ে তুলতে মুখ্যমন্ত্রীর আহ্বান

Share This


 আগরতলা, ৭ মার্চ : রাজ্যে জেনেরিক ঔষধকে জনপ্রিয় করে তুলতে জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। জন ঔষধি কেন্দ্রগুলিতে জেনেরিক ঔষধ বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতিগুলির গুণগতমান বজায় রাখার ক্ষেত্রে সরকার সচেতন। মঙ্গলবার আগরতলার অরুন্ধতিনগরের ঋষি অরবিন্দ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার সংলগ্ন কমিউনিটি হলে আয়োজিত জন ঔষধি দিবস- ২০২৩ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, রাজ্যে ২০টি জন ঔষধি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলিতে সুলভ মূল্যে জেনেরিক ঔষধের পাশাপাশি চিকিৎসার কাজে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষের কল্যাণ ও সমস্যা লাঘবে নিরন্তর কাজ করে চলেছেন। জন ঔষধি দিবস উদযাপন তারই একটি নিদর্শন।

 

মুখ্যমন্ত্রী ঋষি অরবিন্দ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ঔষধ রাখার পাশাপাশি যেসব নতুন নতুন জেনেরিক ঔষধ সরবরাহ করা হবে তা পার্শ্ববর্তী মেডিক্যাল কলেজ, মেডিক্যাল সেন্টার অথবা প্রাইভেট চিকিৎসকদের নজরে আনার বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জেনেরিক ঔষধ ব্যবহার সম্পর্কে আরও বেশী করে জনসচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন।


অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ড. দেবাশিষ বসু বলেন, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সাথে রাজ্যেও জন ঔষধি দিবস উদযাপন করা হচ্ছে। ৭ মার্চ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এক সপ্তাহব্যাপী এই দিবসটি উদযাপন করা হবে। তিনি বলেন, রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। আর্থিকভাবে দুর্বল পিছিয়ে পড়া মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দিতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের কর্পোরেটর অলক রায়। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিষ দেববর্মা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর শুভাশিষ দাস।




Dr Manik Saha : বিজেপি বিধায়ক দলের নেতা ডাঃ মানিক, রাজ্যপালের কাছে জানালেন নতুন মন্ত্রিসভা গঠনের আবেদন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad