আগরতলা, ০৮ মার্চ : বুধবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করলেন ত্রিপুরায় দ্বিতীয় বিজেপি আইপিএফটি জোট সরকারের মন্ত্রিপরিষদ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যের বরিষ্ঠ নেতৃত্বদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে ডাঃ মানিক সাহা কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য । কেবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মোট আটজন। প্রথমেই শপথ নেন রতনলাল নাথ । এরপর একে একে শপথ গ্রহণ করেন প্রণজিত সিংহ রায়, শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, সুধাংশু দাস এবং আইপিটি দলের বিধায়ক শুক্লা চরণ নোয়াতিয়া।
উল্লেখযোগ্য ভাবে বিদায় মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন মনোজ কান্তি দেব, রামপ্রসাদ পাল, রাম পদ জামাতিয়া, ভগবান দাস। জিষ্ণু দেববর্মা এবং আইপিএফটি নেতা প্রেম কুমার রিয়াং অবশ্য পরাজিত হওয়াতেই বাদ পড়লেন । এখনো তিনটি মন্ত্রীপদ খালি হয়েছে । এই তিন শূন্যস্থানে কারা আসতে পারেন এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে অবশ্য বিরোধীদলের পক্ষ থেকে অভিযোগ, গোপন সমঝোতার ভিত্তিতেই এই মন্ত্রী পদে আসতে পারেন তিপ্রামথা দলের বিধায়করা।
এদিন মুখ্যমন্ত্রী পদে ডাঃ মানিক সাহা সহ ৯ জন মন্ত্রী শপথ পদ গ্রহণ করেন । বাকি তিনজন মন্ত্রী কবে নাগাদ শপথ গ্রহণ করবেন, কারা আসতে পারেন এই শূন্য পদে, বিদায়ী মন্ত্রিসভার সদস্য কেও আসবেন । নাকি তিপ্রামথা সরকারে আসতে পারে। এই নিয়ে জোর চর্চা হয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই জল্পনাকে আরো বাড়িয়ে দেয়া হলো মন্ত্রিসভা শপথ গ্রহণের পরেই। রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বৈঠকে ঘিরে। নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ নতুন মুখ্যমন্ত্রী চলে যান উদয়পুরের মাথা বাড়িতে সেখান থেকে ফিরেই রাজ্য অতিথিশালায় তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এবং মথার অন্যান্য নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ আরো অন্যান্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন