Dr Manik Saha : প্রোটেম স্পীকার হবেন বিনয়ভূষণ দাস, গ্রেটার তিপ্রাল্যান্ড কিছুতেই সম্ভব নয় - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : প্রোটেম স্পীকার হবেন বিনয়ভূষণ দাস, গ্রেটার তিপ্রাল্যান্ড কিছুতেই সম্ভব নয়

Share This

 


আগরতলা, ০৯ মার্চ : জনজাতিদের উন্নয়নসহ সমস্ত অংশের জনগণের সার্বিক বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করবে জনজাতিদের উন্নয়নসহ রাজ্যের সমস্ত অংশের জনগণের সার্বিক বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করবে। জনজাতিদের সমস্যা নিরসনে ও জনজাতিদের সার্বিক বিকাশে আরও বেশী করে কিভাবে কাজ করা যায় সেই লক্ষ্য নিয়েও দ্বিতীয় বিজেপি- আইপিএফটি সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে নতুন সরকারের দৃষ্টিভঙ্গী ব্যক্ত করতে গিয়ে একথা বলেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ক্রীড়া ক্ষেত্রের বিকাশেও গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, সকালে মহাকরণে নবগঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আজ দুপুরে সাংবাদিক সম্মেলনে মিলিত হন।


সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সাম্প্রতিক সময়ে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন স্থানে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে। রাজ্য সরকার কঠোর হাতে এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করবে৷ আইনের শাসন বজায় রাখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী বলেন, দ্বিতীয়বারের জন্য রাজ্যের মানুষ বর্তমান সরকারের উপর আস্থা রেখেছেন। সরকারের মূল দায়িত্ব হচ্ছে মানুষের এই আস্থাকে সম্মান জানিয়ে রাজ্যের অন্তিম জনগণের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনকে পাথেয় করেই এই সরকার কাজ করবে।




সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে বিধায়ক বিনয়ভূষণ দাসকে প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে। তাছাড়া আসন্ন বিধানসভার অধিবেশনে ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করা নিয়েও আজকের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যে দ্বিতীয়বারের মত বিজেপি-আইপিএফটি সরকারকে প্রতিষ্ঠা করার জন্য মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ রাজ্যে দৃষ্টান্তমূলক, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচনপর্ব সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী নির্বাচনের সাথে যুক্ত আরক্ষাকর্মীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক, কর্মী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণের পরই রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ শীর্ষ নেতৃত্বদের সাথে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরের মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা রাজ্যে গ্রেটার তিপ্রাল্যান্ড  কিছুতেই সম্ভব নয় । তবে রাজ্যের জনজাতি অংশের সাধারণ মানুষের জীবনমান বিকাশে ইস্যুতে কি কি করা যায় এই নিয়ে শাসক বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে সরকার প্রস্তুত। ভারতীয় জনতা পার্টি এবারের নির্বাচনের পূর্বে যে সংকল্প পত্র প্রকাশ করেছে তাতেও জনজাতি অংশের জীবনমান বিকাশের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলা হয়েছে । আগামী দিনে এই ইস্যুতে কি কি কাজ করা যায় মূলত এই নিয়ে তিপ্রামথা দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।




New CM of Tripura : প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে ডাঃ মানিক সাহার শপথ গ্রহণ, পরে রাজ্য অতিথিশালায় তিপ্রামথার সাথে বৈঠক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad