Dr Manik Saha : ঝটিকা সফরে খোয়াই ও সোনামুড়ায় মুখ্যমন্ত্রী, সর্বত্র শান্তির পরিবেশ অক্ষুন্ন রাখার আহ্বান - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : ঝটিকা সফরে খোয়াই ও সোনামুড়ায় মুখ্যমন্ত্রী, সর্বত্র শান্তির পরিবেশ অক্ষুন্ন রাখার আহ্বান

Share This


 আগরতলা, ০৪ মার্চ : রাজ্যে শান্তির পরিবেশ অক্ষুণ্ণ রাখতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শনিবার খোয়াই ও সোনামুড়ায় সফর করেন। বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর এই দুটি জেলায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে।  শান্তির পরিবেশ অক্ষুন্ন রাখতে প্রথমে মুখ্যমন্ত্রী খোয়াই সফরে গিয়ে ডাকবাংলোতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, জেলা পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ প্রমুখ। 

 

সভায় মুখ্যমন্ত্রী বলেন, ভোটগ্রহণ ও ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু সংখ্যক লোক শান্তির পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে। তিনি বলেন, যারাই গুজব ও অপপ্রচার চালিয়ে শান্তিপ্রিয় ত্রিপুরার পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত সারা রাজ্যে ২০০ জন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে।

 

 মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন বিকেলে সোনামুড়া মহকুমা সফরে যান। মহকুমার নেপকোস্থিত হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যের জাতি ও জনজাতি অংশের জনগণের চিরাচরিত শান্তি ও সম্প্রীতির ঐতিহ্য আমাদের সকলকে মিলে রক্ষা করতে হবে। তিনি উভয় অংশের জনগণকে পারস্পরিক শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রেখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সোনামুড়া মহকুমায় মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন সিপাহীজলা জেলাশাসক ড. সন্দীপ আর রাঠোর, সিপাহীজলা জেলা পুলিশ সুপার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকগণ।



Counting of Postal Vote : ৪৩ আসনে পোস্টাল ব্যালটে কর্মচারীদের আশীর্বাদ বিরোধী শিবিরে, না খুশ বিজেপি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad