Dr Manik Saha : বিভিন্ন স্থানে রক্তদান শিবির ও আগরতলায় বিজেপির কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : বিভিন্ন স্থানে রক্তদান শিবির ও আগরতলায় বিজেপির কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ১৯ মার্চ : নিজ দলের প্রতি নিষ্ঠার সঙ্গে কার্যনির্বাহের পর যথাযোগ্য সম্মাননা পাওয়া অন্য কোন দলে কাছে আশা করা যায় না, যেটা ভারতীয় জনতা পার্টির মধ্যে দেখা যায়। রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদেশ বিজেপি আয়োজিত কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন ২০২৩ এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়লাভ কার্যকর্তাদের পরিশ্রমের ফসল । তাই এই কার্যকর্তাদের সম্মাননা প্রদানের কর্মসূচি হাতে নেয়ার জন্য তিনি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে ধন্যবাদ জানান।

কার্যকর্তারাই আমাদের দলের মূল‌ শক্তি। তাঁদের ত্যাগ এবং নিরলস প্রচেষ্টাতেই পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত...

Posted by Dr.Manik Saha on Sunday, 19 March 2023


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্য ও বিধায়করা। নির্বাচনে জয়ের জন্য দলের পক্ষ থেকে সমস্ত স্তরের কার্যকর্তাদের সম্মান জানানো হয়। বিশেষভাবে সম্মান জানানো হয় মুখ্যমন্ত্রীকেও। একনাগারে বুথ স্তরেও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।




এদিকে নির্বাচন পরিস্থিতিতে  বন্ধ হয়ে পড়েছিল বিভিন্ন সংগঠন দ্বারা আয়োজিত রক্তদান শিবির। এতে রাজ্যে মারাত্মক রক্তের সংকট তৈরি হয়। সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলি রক্ত শূন্য হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজনের আহবান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেই আহবানে সাড়া দিয়ে এখন রাজ্যের নানা জায়গায় প্রতিদিনই রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে রক্তদান শিবির। রবিবার রাজধানীতে আইএসসিসিএম  আগরতলা ব্রাঞ্চ এর উদ্যোগে  জিবি হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্যরা। 

এদিন, গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগেও আইজিএম হাসপাতালে  রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং গেজেটেড অফিসার সংঘের রাজ্য সভাপতি তপন দাস সহ অন্যান্যরা। অপরদিকে বিশালগড়েও মহকুমা প্রশাসনের কর্মী ও আধিকারিক এবং টিসিএস অফিসার্স এসোসিয়েশনের দ্বারা অনুরূপ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এতেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।



MSSSKA 4.0 Campaign : সাব্রুমে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযানের চতুর্থ পর্যায়ের উদ্বোধন ও প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad