আগরতলা, ২০ মার্চ : বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে প্রার্থী দিচ্ছে বিরোধীরা। তাদের প্রার্থী হচ্ছেন কংগ্রেসের প্রবীণ বিধায়ক গোপাল চন্দ্র রায়। সোমবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা একথা জানান। প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায়ের নাম প্রথম প্রস্তাব করেছেন জিতেন্দ্র চৌধুরী। দ্বিতীয় প্রস্তাব করা হয় তিপ্রা মথার তরফে। ২৩ মার্চ মনোনয়ন দাখিল এবং প্রত্যাহারের সময়। ২৪ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, বিরোধীদের বিধানসভার অধ্যক্ষের জন্য কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের নাম আমরা ঘোষণা করেছি। সিপিএম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায়কে অধ্যক্ষ পদে লড়বেন। গোপাল রায়কে এই পদে প্রথম প্রস্তাব করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। দ্বিতীয় প্রস্তাবক তিপ্রা মথা দলের তরফ থেকে করা হয়েছে। বীরজিৎ সিনহা জানানা, আগামী ২৩শে মার্চ মনোনয়নপত্র দাখিল করবেন গোপালবাবু। ২৪শে মার্চ রাজ্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচন।
ত্রয়োদশ বিধানসভায় সংখ্যার বিচারে শাসক দল বিজেপি ৩২ এবং বিরোধীদের সম্মিলিত জোটের সংখ্যা ২৭। এরমধ্যে যদি গোপনে ভোট দিতে গিয়ে কিছু অদলবদল হয়ে যায় তাহলে সমস্ত হিসেব বদলে যেতে পারে। যদিও শাসক দল বিজেপি নেতাদের দাবি অধ্যক্ষ পদে বিজেপি দলের প্রার্থীর জয় নিশ্চিত। বিরোধীরা পরাজিত হবেন।
বিজেপি দলের তরফ থেকে অফিসিয়ালি অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে, দলীয় সূত্রের খবর, খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী অধ্যক্ষ এবং ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ হতে পারেন। রতন চক্রবর্তী অধ্যক্ষ হিসেবে গত বিধানসভা অধিবেশনে ভালো কাজ করেছেন। তাই অধ্যক্ষ হিসেবে রতন চক্রবর্তীর সম্ভাবনা বেশি। যদিও তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের নামও অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ হিসেবে সুরজিৎ দত্তের নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে।
আজ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ছাড়াও প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন