আগরতলা, ২১ মার্চ : মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হন খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আগরতলার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে মন্ত্রীর সিটি স্ক্যান সহ অন্যান্য প্রাথমিক পরীক্ষা করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে এদিন সকালে যথারীতি মহাকরণে নিজ কক্ষে দাপ্তরিক কাজ করতে শুরু করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রক্তদান শিবির সহ কয়েকটি কর্মসূচি সেরে দুপুর নাগাদ মুখ্যমন্ত্রী সচিবালয়ে পৌঁছলে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। যথারীতি মন্ত্রিসভার বৈঠকেও যোগদান করেন খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিকেল নাগাদ মন্ত্রিসভার বৈঠক শেষ হলে তিনি নিজ অফিস কক্ষে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে মহাকরণের কর্মীরা তাঁকে নিয়ে যান আগরতলার বেসরকারি হাসপাতালে। খবর পেয়ে মন্ত্রীর পরিবারের লোকজনও ছুটে যান হাসপাতালে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী সুশান্ত চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বিভিন্ন পরীক্ষার রিপোর্টগুলো দেখেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তাঁর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর করেন। এই বিষয় সম্পর্কে নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেন, "আজ সচিবালয়ে নিয়মিত কাজ করার সময়, হঠাৎ অসুস্থতা বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মন্ত্রীসভার সন্মানিত সদস্য শ্রী সুশান্ত চৌধুরী। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিই এবং চিকিৎসকের সাথে কথা বলি। মা ত্রিপুরা সুন্দরীর আশির্বাদে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।" উচ্চ রক্তচাপ জনিত কারণেই মন্ত্রী সুশান্ত চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন